শেখ আমজাদ হোসেন ছিলেন সৎ সাহসী নিষ্ঠাবান ও কর্মিবান্ধব বিএনপি নেতা :মঞ্জু

3
Spread the love


0খবর বিজ্ঞপ্তি


কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মরহুম শেখ আমজাদ হোসেন জাতীয়তাবাদী রাজনীতিকে ধারণ করে তৃণমুল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে গেছেন। মরহুম শেখ আমজাদ হোসেন একজন সৎ সাহসী নিষ্ঠাবান ও কর্মিবান্ধব নেতা ছিলেন; তিনি আজীবন জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে এবং কল্যাণে সোচ্ছার ছিলেন। খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক, খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিএনপির বর্ষিয়ান নেতা শেখ আমজাদ হোসেনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু আরো বলেন, গণতন্ত্র পুণঃউদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত আন্দোলন সংগ্রামে অকুতভয় সেনানী হিসেবে কাজ করেছেন মরহুম শেখ আমজাদ হোসেন। তাকে হারিয়ে দল একজন বিশস্ত সহকর্মীকে হারিয়েছে। তবে তাঁর কর্মকান্ড দলের নেতাকর্মীদের অনুকরণীয় হয়ে থাকবে।


শুক্রবার (২৮ মে) বিকাল ৫টায় ফুলবাড়ীগেট বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরনসভা ও দোয়ামাহফিলে সভাপতিত্ব করেন অধ্যাপক ওয়াহিদুজ্জামান। যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এস এ রহমান বাবুল, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, রফিকুল ইসলাম শুকুর, কাজী মিজানুর রহমান, মুন্সি আঃ রব, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক আবুল কালাম শিকদার, আঃ জলিল হাওলাদার, ম. শা আলম, সাবেক ছাত্রদল নেতা শেখ সাদি , আজিজুর রহমান স্বপন। এসময় উপস্থিত ছিলেন মোল্যা সোহাগ হোসেন, এমদাদ হোসেন, কাজী শহিদুল ইসলাম, মীনা মুরাদ, হাবিবুর রহমান, সাবেক মেম্বর হাদিউজ্জামান, রুমি শিকদার, জাহিদুল ইসলাম, মোল্যা সোহরাব হোসেন, শেখ হাসিবুল হাসান, মোল্যা সোলায়মান, শরিফ ওবায়দুর রহমান চয়ন, শাহদাৎ হোসেন সাজু, মিরাজুল ইসলাম, সৈয়দ জাকির হোসেন, আলহাজ্জ শেখ আলামিন, সৈয়দ শাহজাহান, কামরুল ইসলাম, বিল্লাল হোসেন, আলামিন হাওলাদার, ইলিয়াজ, হাবিবুর রহমান বিপ্লব, সাইফুল্লাহ তাজিম, শেখ সেলিম আহম্মেদ,মোঃ আজমুল মুন্সি, মোঃ নাজমুল হুদা পলাশ, বিল্লাল হোসেন, মোঃ ইমদাদ মোড়ল, লিটন শেখ, শামিম আহম্মেদ, মোঃ মাসুম খান, আনোয়ার হোসেন, মোঃ ফরহাদ। দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করেন হাফেজ আলী আকবর। বিএনপি নেতা শেখ আমজাদ হোসেনের স্বরণ সভা ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী এবং মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া করা হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিএনপি নেতা শেখ আমজাদের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে যোগীপোল রেলগেট জামে মসজিদে জুম্মাবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিএনপি নেতা শেখ আমজাদ হোসেন গত ২৫ মে মঙ্গলবার দুপুর ২টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।