০ ঢাকা অফিস
রাজধানীর একটি হাসপাতালের লাইফসাপোর্টে থাকাবস্থায় মারা গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম। তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক রাজধানীর এএমজেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো।
মাঈদুল ইসলাম আরও জানান, ‘বয়সজনিত রোগে আগে থেকেই ভুগছিলেন তিনি। গত কিছু দিন ধরে তার অ্যাজমার সমস্যা বেড়েছিল। এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে সুস্থও হয়েছিলেন কিন্তু পরে করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন বলেও জানান তিনি।