০ বিনোদন ডেস্ক
বিরতির পর যেন ছন্দে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। একের পর এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন। নায়িকার এমন প্রত্যাবর্তনে বেশ চমকেই গিয়েছেন চিত্রপাড়ার লোকজন। আজ সকাল থেকেই শুরু করেছেন নতুন সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’র শুটিং। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে বুবলীর নায়ক শাকিব খান।
শুটিং শুরুর আগেই ছবিটির দুটি ফার্স্ট লুক প্রকাশিত হয়। সেখানে বুবলীকে দেখা গিয়েছে নতুন অবয়বে। একসঙ্গে তিন লুকে দেখা দিয়েছেন এ নায়িকা। একটিতে সাধারণ সালোয়ার-কামিজে, অন্য দুটিতে আধুনিক পোশাক ও শাড়িতে। এরইমধ্যে দর্শকমহলে প্রশংসা পেতে শুরু করেছে লুকটি।
শবনম বুবলী বলেন, এভাবে কোনো ছবির শুটিং শুরুর আগে ফার্স্ট লুক প্রকাশের অভিজ্ঞতা আমার জন্য প্রথমবার। লুকগুলো ভীষণ পছন্দ হয়েছে আমার, সেইসাথে দর্শকদেরও। লুক দেখেই মুগ্ধ আমি, আশা করি কাজটিও সেরকমই হবে।
তিনি আরও বলেন, তিনটি লুকের মধ্যে মাঝের শাড়ি পরিহিত বুবলীই আমার বেশি পছন্দের। পাশের দুইজন তো ভীষণ রাফ অ্যান্ড টাফ লুকে আছে।