উপকূলীয় অঞ্চলে স্থায়ী-টেকসই বাঁধ নির্মাণের বিকল্প নেই: বাম গণতান্ত্রিক জোট

2
Spread the love

০খবর বিজ্ঞপ্তি

উপকূলীয় অঞ্চলে জান-মার রক্ষায় স্থায়ী-টেকসই বাঁধ নির্মাণের বিকল্প নেই’ বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সিপিবি কার্যালয়ে সন্ধ্যা ৬:৩০টায় বাম গণতান্ত্রিক জোট গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস রশীদ, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. এম এম রুহুল আমীন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সাধারণ সম্পাদক ডাঃ সমরেশ রায়, সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, ইউসিএলবি  জেলা সম্পাদকমন্ডলীর সদস্য আনিসুর রহমান মিঠু,

কাজী দেলোয়ার হোসেন, বাসদ জেলা সদস্য আব্দুল করিম, কোহিনুর আক্তার কণা, গণসংহতি আন্দোলন জেলা সদস্য সচিব মারুফ গাজী, জেলা সদস্য আল আমিন শেখ প্রমুখ। সভায় বক্তারা বলেন, যখনি যখনি দেশে কোনো ঝড়-জলোচ্ছাস হয় তখনই উপকূলীয় অঞ্চলের মানুষের দেখা দেয় চরম দুঃখ-দুর্দশা। তাদের জীবন জীবিকার উপর নেমে আসে মারাত্মক বিপর্যয়। ভেড়ীবাঁধ ভেঙ্গে ঘর-বাড়ি, ফসলী জমি তলিয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায় ধন-সম্পদ, গবাদি পশুসহ বিভিন্ন ধরনের প্রাণি।

এই দুর্যোগকালীন প্রশাসনের কিছু তৎপরতা লক্ষ্য করা যায়। কিন্তু অবস্থার কোনো মৌলিক পরিবর্তন হয় না। বক্তারা তাই ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চলের মানুষদের এই চলমান দুঃখ-দুর্দশা থেকে পরিত্রাণের জন্য একমাত্র উপায় হচ্ছেÑস্থায়ী টেকসই ভেড়ীবাঁধ নির্মাণ, প্লাবিত অঞ্চলে সুপেয় পানির সরবরাহের নিশ্চিতকরণ, উপকূলীয় অঞ্চলের উন্নয়নে গতিশীল সংস্থা গঠন, পরিবেশ বিধ্বংসী সকল প্রকল্প বাতিল করে সুন্দরবনকে রক্ষা করা, লবণ-পানির ঘের বন্ধ করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ স্থায়ীভাবে রেশনিংয়ের ব্যবস্থার প্রবর্তন করার দাবি জানান।