বার্সেলোনায় তৈরি হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম

2
Spread the love

০ স্পোর্টস ডেস্ক

স্পেনের বার্সেলোনা শহরকে সবাই ফুটবলের শহর হিসেবেই চেনে। শহরের সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক ছিলো না। অথচ সেখানেই বসতে চলেছে ক্রিকেটের আসর। মেসির বার্সেলোনায় শহরবাসীর ভোটেই তৈরি হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম।

বার্সেলোনা মানেই ফুটবল। বার্সেলোনা মানেই লিওনেল মেসি। এই শহরে নেই ক্রিকেটের বিন্দুমাত্র পরিচিতি। প্রিয় ফুটবল ক্লাব মেসিকে নিয়েই আচ্ছন্ন পুরো শহর। তবে এই ফুটবল পাগল নগরীতেই এবার গড়ে উঠবে ক্রিকেট স্টেডিয়াম।

কিছুদিন আগেই বার্সেলোনা প্রশাসন নতুন কোনো ক্রীড়াক্ষেত্র গড়ে তুলতে চেয়েছিলেন। এর জন্য বাজেট ধরা হয়েছে ৩০ মিলিয়ন ইউরো। কিন্তু কোন ধরনের ক্রীড়াক্ষেত্রে এই অর্থ ব্যয় করা হবে তার সিদ্ধান্ত পুরো শহরবাসীর ওপর ছেড়ে দেওয়া হয়। নতুন খেলার পরিকাঠামোর জন্য ভোট দিতে বলেছিলো বার্সেলোনা প্রশাসন। ক্রিকেট, সাইক্লিংসহ মোট ৮২২ ধরনের খেলার নাম ছিলো সেই তালিকায়। সেখান থেকেই শহরবাসীরা বেছে নিয়েছেন ক্রিকেটকে।