0 মোংলা প্রতিনিধি
ইয়াসের প্রভাবে সকালের জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় বাড়তে শুরু করেছে। সাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরে ৪/৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায়। তিনি বলেন, দুবলায় প্রচন্ড ঝড়ো হাওয়া বইছে। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে।
এদিকে মোংলার পশুর নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ায় পৌর শহরের বিভিন্ন সড়কসহ নিচু এলাকা তলিয়ে গেছে। পশুর নদীর পাড়ের কানাইনগর, চিলা, কলাতলা, সুন্দরতলা, জয়মনি এলাকার নিচু এলাকা দেড় থেকে দুই ফুট কোথাও কোথাও এর বেশিও পানি উঠেছে। তবে রাতের জোয়ারে আরো বেশি পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে দুর্যোগে মোকাবেলায় মঙ্গলবার সকালে উপজেলায় জরুরী সভা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি বলেন, সকল দুর্যোগ থেকে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে আসছে, এবারও তাই হবে। তারপরও মোংলা-রামপালে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।