০ ক্রীড়া প্রতিবেদক
অনুশীলনের শুরু থেকে টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে দেখা যায় সাকিব আল হাসানের সঙ্গে হাসিখুশি আলোচনায় মগ্ন। দুজনের মধ্যে টুকটাক আলোচনা হয়েছে বেশ। সাকিব দলে ফেরায় আত্মবিশ্বাস যে বেড়েছে, তা সংবাদ সম্মেলনে এসে হাসিমুখেই জানিয়ে দিলেন ডোমিঙ্গো।
আজ শনিবার দুপুরে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এসে ডোমিঙ্গো বলেন, ‘অবশ্যই সাকিবের ফেরা স্বস্তির বিষয়।’
২০১৯ সালে এক বছরের নিষেধাজ্ঞা। এরপর সন্তান সম্ভাব্য স্ত্রী পাশে থাকতে নিউজিল্যান্ড সিরিজ রেখে যুক্তরাষ্ট্রে যাওয়া, আবার আইপিএলের জন্য শ্রীলঙ্কা সফরে না খেলা, সব মিলিয়ে গত কয়েক বছর এক রকম অনিয়মিত সাকিব। ফলে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তাকে দলে পাওয়ায় বেজায় খুশি ডোমিঙ্গো।
তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে তাকে নিয়মিত পাওয়া যাচ্ছে না। এমন জায়গায় খেলা অনেক কঠিন। তাই তার মতো অভিজ্ঞ কাউকে পাওয়া বড় প্রাপ্তি। তাকে খেলতে দেখতে মুখিয়ে আছি।’
মিরপুরের উইকেট ও কন্ডিশন সাধারণত স্পিন বান্ধব। যার কারণে এখানে সাকিব মিরাজদের কাছে প্রত্যাশা থাকবে বেশি। ডোমিঙ্গোর মতে, মিরাজ এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে আছে। সাদা বলে দারুণ করছে। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদও বোলিংয়ে ফিরছে, এটাও বড় পাওয়া। তরুণ শেখ মেহেদীও নিউজিল্যান্ডে ভালো করেছে, সেও দলের ভাবনায় আছে।’