০ ঢাকা অফিস
‘মানুষের মান অভিমানের মধ্যেই মানবজীবন রচিত হয়’ উল্লেখ করে বহুল আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আপনজনের প্রতি সাময়িক অভিমান হলেও তা কখনো স্থায়ী হতে পারে না।’
শনিবার (২২ মে) বিকেলে তার বড় ভাই ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ফেসবুক বার্তায় তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে বিকেল ৩টা ৫০ মিনিটে তার সরকারি বাসভবনে প্রবেশ করেন।
কাদের মির্জা বলেন, ‘আমার পিতৃসমতুল্য সহোদর বড় ভাই। বাংলাদেশের মেধাবী রাজনীতির প্রতীক, যিনি তৃণমূল থেকে নিজ মেধা ও শ্রমের মাধ্যমে এশিয়ার অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আসীন হয়েছেন। বাংলাদেশের মন্ত্রিপরিষদের অন্যতম সফল মন্ত্রী হয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা সর্বদা রাজনীতি করেছি জনগণের জন্য, জনকল্যাণের জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ইনশাআল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের জন্য নিজেদেরকে নিয়োজিত রাখব।’
সব গ্লানি ভুলে শান্তির কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে একত্রিত হওয়ার আহ্বান জানান কাদের মির্জা।
এর আগে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গেও সাক্ষাৎ করেন কাদের মির্জা।