কৃষকলীগকে মানুষের সেবায় কাজ করতে হবে: বাবুল রানা

0
Spread the love

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি কৃষকের উন্নয়নে কাজ করতে আইনজীবী সিরাজুল ইসলাম খানকে কৃষক লীগ প্রতিষ্ঠাকালে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহবায়ক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ১৫ আগষ্ট শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাতকে সভাপতি নিযুক্ত করেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে বাংলাদেশ কৃষক লীগ আজকের অবস্থানে। কৃষকলীগ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং এর অন্যতাম সহযোগী সংগঠন হিসাবে কাজ করছে। স্¦ৈরাচারী বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে বাংলাদেশ কৃষকলীগ অনন্য ভূমিকা রেখেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। আমাদের কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে। কৃষকদের ভাগ্যের উন্নয়ন করতে হলে তাদের সংগঠিত হয়ে কাজ করতে হবে। তাই সাংগঠনিকভাবে কৃষকলীগকে সু-সংগঠিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। কৃষকলীগকে বঙ্গবন্ধু’আদর্শকে ধারন করে মানুষের সেবায় কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু’সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে কৃষকলীগকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মহানগর কৃষকলীগের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করে তিনি তাদেরকে নিষ্ঠার সাথে কাজ করা আহ্বান জানান। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ৩০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ৩০নং ওয়ার্ড কৃষকলীগের আয়োজনে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের য্গ্মু সাধারণ সম্পাদক অধ্যাক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ক্রীড়া সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, কাউন্সিলর এসএম মোজাফর রশিদী রেজা, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, মহানগর কৃষকলীগের আহ্বায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি সদস্য সচিব এবিএম আদেল মুকুল।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩০নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো. বাবুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর কৃষকলীগের সদস্য কানাই রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর কৃষকলীগের সদস্য আইযুব আলী খান, শেখ হারুন মানু, লোকমান হাকীম, ৩০নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, মো. শহীদুল ইসলাম, মাসুদ পারভেজ, মোয়াজ্জেম হোসেন, মিন্টু মৃধা, রানা, লিটু মৃধা, হাসানুর রহমানসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।