পাইকগাছা পৌর সদরের জেলা পরিষদের মিষ্টি পানির পুকুরের পুনঃ খননের কাজ শুরু

8
Spread the love

০ বাবুল আক্তার, পাইকগাছা

পাইকগাছার ঐতিহ্যবাহী বৃটিশ আমলের সেই পানীয় জলের পুকুরটি পুনঃ খননের কাজ শুরু হয়েছে। দ্রুত পুকুর পাড়ে সেই অতীত মধুমিতা পার্ক গড়ে তোলার জোর দাবী উঠেছে।

উপজেলার প্রান কেন্দ্রে জেলা পরিযদের জায়গায় মধুমিতা পার্কের মিষ্টি পুকুর অবস্থিত। বৃটিশ আমলে এটা এলাকার একমাত্র মিষ্টি পানির পুকুর হিসেবে খনন করা হয় বলে মুরব্বীরা জানিয়েছেন। হাজার হাজার লোক পুকুরের পানি পাণীয় জল হিসেবে ব্যবহার করতো। বর্তমান সময়েও তার গুরুত্ব এতটুকু কমেনি। তবে তা পৌরসভা কেন্দ্রিক হয়ে পড়েছে। চায়ের দোকান, হোটেল রেস্টুরেন্টে পানি ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি শুকনো মৌসুমে পানি কমে গেলে জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু ব্যক্তি উদ্যোগে পুকুরটি পুনঃ খননের উদ্যোগ নেন। পাকিস্তান আমলে সংস্কার করতে যেয়ে ব্যর্থ হয় তৎকালীন ইউনিয়ন প্রসিডেন্ট শহীদ মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দীন মনি মিয়া আশির দশকে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বেলাল উদ্দীন বিলু। তাদেরই উত্তর সুরি জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু নিজ উদ্যোগে এটি পুনঃ খনন শুরু করেছেন। জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামিলীগ সভাপতি শেখ হারুনুর রশীদ পুকুর খননে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এক লাখ টাকার আশ্বাস দেন খুলনা-সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলে জানান জেলা পরিষদ সদস্য টিপু। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকি বলেন, পুকুর খনন কাজটি খুব প্রয়োজন ছিল। এটা একটা অতীত ঐতিহ্য। বিনোদনের জন্য জেলা পরিষদের সাথে সমন্বয় করে এখানে একটা পার্ক করার চেষ্টা করা হবে। জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ জানান, পুকুর খননের কাজ শেষ হওয়ার পর দৃষ্টি নন্দন মধুমিতা পার্কের সেই ঐতিহ্য গড়ে তোলা হবে।

পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

পাইকগাছায় পোল্ট্রি ফার্মে কাজ করতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নুরজাহান বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে উপজেলার বারুইডাঙ্গা গ্রামের আনছার মোড়লের স্ত্রী। প্রতিদিনের নেয় বুধবার সকালে তার পোল্ট্রি ফার্মে মুরগীরখাদ্য খাবার দিতে যায় বলে তার স্বজনরা জানায়। খামার থেকে ফিরতে দেরি হওয়ায় পরিবারের কেউ তাকে খুঁজতে যেয়ে দেখে সে মাটিতে শুয়ে আছে। লোকজন উপস্থিত হয়ে ধারনা করছে বিদ্যুৎ স্পৃষ্টায় তার মৃত্যু হয়েছে। সহকারী কমিশনার(ভুমি) মোঃ শাহরিয়ার হক এবং ওসি এজাজ শফী ঘটনা স্থল পরিদর্শন করে জানান,বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধার মিত্যু হয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত  মামলা হয়েছে।