আগুনে পুড়ে ফার্নিসারের দোকান ছাই

2
Spread the love

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে বৈদ্যুতিক আগুনে একটি ফার্নিসারের দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার (১৯ মে) ভোরে উপজেলার মনোহরপুর কাচারিবাড়ি বাজারে ঘটনাটি ঘটে। এতে দোকানের সব কিছু পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত দোকানির নাম দেলোয়ার বিশ্বাস। বাজারের পাশেই তার বসতঘর।
প্রত্যক্ষদর্শী ফিরোজ উদ্দীন বলেন, বুধবার রাত সাড়ে তিনটার দিকে তিনি প্রথমে আগুন দেখতে পান।

এরপর চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দেলোয়ার বিশ্বাসের দোকানের পাঁচটি অত্যাধুনিক মেশিন, পাঁচটি তৈরি করা পালঙ্ক ও অন্যান্য ফার্নিসারের জিনিষপত্রসহ মালামাল পুড়ে যায়। এসময় দোকানের পিছনের কালাম গাজী নামে এক ব্যক্তির বসতঘরের আংশিক পুড়ে গেছে।


নেহালপুর ক্যাম্পের আইসি এসআই আতিকুজ্জামান বলেন, আগুনে দোকান পুড়ে ফার্নিসারের দোকানিক তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মণিরামপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আহছান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।