০ স্টাফ রিপোর্টার
খুলনার চুকনগরে চাকা পাংচার হয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে নৌ পুলিশের একটি পিকআপ ভ্যান। এ সময় কয়েকটি গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানটির ধাক্কায় পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (১৭ মে) দুপুরে চুকনগর খুলনা সড়কের বরাতিয়া বিশ্বাস বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা নৌ পুলিশের একটি পিকআপ ভ্যান বেলা সাড়ে ১১টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড়ে পৌঁছায়। এ সময় ভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

পিকআপ ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী একটি মোটরসাইকেল ও একটি ইঞ্জিন ভ্যান মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেলের তিনজন আরোহী আহত হন এবং ইঞ্জিন ভ্যানের দুই যাত্রী আহত হন। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।