খুলনায় কোয়ারেন্টাইনে থাকা দুই সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগে পুলিশের এএসআই গ্রেফতার

9
Spread the love

স্টাফ রিপোর্টার >>

করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত ভারত থেকে দেশে ফেরা কোয়ারেন্টাইন থাকা দুই সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগে পুলিশের এএসআইকে গ্রেফতার করেছে খুলনা থানা পুলিশ। রবিবার রাতে খুলনা থানায় ধর্ষন মামলা হয়েছে। গ্রেফতারকৃত এএসআই মোখলেছুর রহমানের বিপি নম্বর ৭৭৯৭০৪৭২১০।

পুলিশের একজন কর্মকর্তা জানান, খানজাহান আলী থানা এলাকার বাসিন্দা ওই মহিলা গত ৪ মে ভারত থেকে খুলনা পিটিআই মহিলা হোস্টেলের কোয়ারেন্টাইন সেন্টারে আসে। তার কোন বৈধ পাসপোর্ট নেই।

সেখানে ডিউটিরত এএসআই মোখলেসুর রহমান ওই মহিলার সাথে প্রেমজ সম্পর্ক গড়ে কয়েক দফায় ধর্ষন করে।

বিষয়টি জানাজানি হলে এএসআই মোখলেসুর রহমানের ডিউটি প্রত্যাহার করা হয়। রোববার রাতে ওই ভুক্তভোগী বাদী হয়ে খুলনা সদর থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা করলে খুলনা থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং সোমবার আদালতে সোপর্দ করেন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাঈদকে বার বার ফোন দিলেও তিনি মোবাইল রিসিভ করেননি।