০ খুলনাঞ্চল ডেস্ক
ইসরায়েলের সাথে ফিলিস্তিনের চলমান সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে। গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় এ পর্যন্ত মারা গেছে ২০১ জন। নিহতদের মধ্যে অন্তত ৫৮টি শিশু রয়েছে। এদিকে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় হুসাম আবু হারবীদ নামে ফিলিস্তিন ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।
সোমবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি। তিনি ফিলিস্তিন ইসলামিক জিহাদের উত্তরাঞ্চল ডিভিশনের কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন।তবে তার মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করেনি ইসলামিক জিহাদ।
হুসাম আবু হারবীদ নামে কমান্ডারকে হত্যার বিষয়টি ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, ইসরায়েলের সাধারণ নাগরিকদের হত্যার উদ্দেশে একাধিক সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন হারবীদ। তাই ওই পরিকল্পনা নষ্ট করতেই হামলা চলানো হয়েছে।
সূত্র: ডেইলি মেইল।