সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ-৪ আসনের এমপি আহত

6
Spread the love

০ ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য আনায়ারুল আজিম উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী মারাত্মক আহত হয়েছেন।

রোববার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান মিয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি মোটরসাইকেলযোগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রকৌশলী প্রসেৎজিত বিশ্বাসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা দেন।

কালীগঞ্জ খাজুরা সড়কের টবাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সময় তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান আহত হন। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ব্যাপারে কালীগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.অরুণ কুমার দাশ জানান, এমপি মহোদয় ঝুঁকিমুক্ত আছেন।