০ আসাদ, দিঘলিয়া
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামে গত শুক্রবার গভীর রাতে মোল্লা বাড়ির সাগর মোল্লার মাছের ঘরে কে বা কারা বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। সাগর মোল্লার সাথে কথা বলে যানাযায়, সে বারাকপুর বাজারে পোল্ট্রি ফিডের ব্যবসা করে। ঘেরে রাতে কেউ থাকে না করোনাকালিন সময়ে মাছ না ধরার কারনে ঘেরে প্রচুর পরিমাণ বড় মাছ ছিল।
আমার ঘের ৮ বিঘা জমির উপর অবস্থিত এবং ঘেরে প্রায় ৮০ মণ মাছ ছিল, যার বাজার মূল্য1 ১৫ লক্ষ টাকার বেশি হবে বলে জানায়। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে দিঘলিয়া থানায় জানানো হলে ওসি তদন্ত রিপন কুমার ঘটনা স্থান পরিদর্শন করেন। আমি দশ বছরের ঘের জীবনের এমন ক্ষতির মুখে আগে পড়িনি, এখন পথে বসার উপক্রম। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। থানা সূত্রেে জানায় তদন্ত শেষ না করে কিছু বলা সম্ভব না।