খুলনা অঞ্চলে র‌্যাব পুলিশের অভিযান অব্যাহত

29
Spread the love

০ স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর নতুন বাজার ওয়াপদা বেড়ীবাধ আস্তানা গলির মৃত. ওমর শেখের ছেলে রবিউল শেখ ওরফে রুবেল (২৭) দৌলতপুর মানিকতলা এলাকার  মো. ফজলুর ছেলে মো. রাব্বি (২০)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৭২ ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ২টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

বটিয়াঘাটায় জেলা ডিবির অভিযানে গাঁজা গাছসহ গ্রেফতার

খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন বাইনতলা তলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬ফিট ইঞ্চি একটি গাঁজার গাছ যার ওজন ৩৪০ গ্রামসহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

শনিবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। আসামি হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন বাইনতলা তলাপাড়া গ্রামের শাহাজাহান আকুঞ্জির ছেলে মো. মাইনুর আকুঞ্জি ওরফে রুবেল (৩৮)

জেলা ডিবি জানায়, ১৫ মে রাত সাড়ে ১০টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন বাইনতলা তলাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই ইন্দ্রজিৎ মল্লিক। এসময় রুবেল এর বসতঘরের পিছন হতে তার চাষাবাদকৃত একটি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে  বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং- ৪। তার বিরুদ্ধে অস্ত্র, খুন, ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

নগরীতে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামি গ্রেফতার

নগরীর লবণচরা থানাধীন মোক্তার হোসেন বাজার এলাকায় অভিযান চালিয়ে বন আইন এর ধারায় ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। রবিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। আসামি হলেন খুলনা জেলার দাকোপ থানার কালাবগী গ্রামের মৃত. হালিম শেখের ছেলে সিরাজুল শেখ (৫০)। 

র‌্যাব-জানায়, রবিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে নগরীর লবণচরা থানাধীন মোক্তার হোসেন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় এফসিআর ৩০৬/১৫ (কয়রা) ধারাঃ বন আইন এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সিরাজুল শেখকে গ্রেফতার করা হয়। তাকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডুমুরিয়ার রুবেল হত্যা মামলায় ফাঁসির আসামি গ্রেফতার

খুলনা জেলার ডুমুরিয়া থানার ওবায়দুর রহমান রুবেল হত্যা মামলার প্রধান আসামি বাচ্চু শেখকে  গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মে) রাতে ডুমুরিয়ার  কৈয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যার সঙ্গে জড়িত থাকায় বাচ্চুকে ২০২০ সালে মৃত্যুদ- দেন আদালত, এরপর থেকে পলাতক ছিলেন তিনি। ডুমুরিয়া থানার এসআই রজত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৩ অক্টোবর আসামিরা রুবেলকে অপহরণ করে। পরদিন তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় নিহত রুবেলের বাবা শেখ লুৎফর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর তাইজুল ইসলাম ২০১৩ সালের ১৭ নভেম্বর বাচ্চুসহ তিনজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। সর্বশেষ ২০২০ সালের নভেম্বর খুলনার অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক ইয়ারব হোসেন মামলার রায়ে হত্যার দায়ে আসামি বাচ্চুকে মৃত্যুদ- ২০ হাজার টাকা জরিমানা এবং নেশা করায় সাত বছরের কারাদ- ১০ হাজার টাকা জরিমানা, চুরির অপরাধের একটি ধারায় তিন বছরের কারাদ- দেন। অপর দুই আসামি মোজাম্মেল হোসেন মিলনকে বছরের কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে মাসের কারাদ- এবং আসামি আবুল কালাম আজাদ ওরফে কালামকে বছরের সশ্রম কারাদ-, হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও মাসের কারাদ- দেয়া হয়।

নড়াইলে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার

নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কুন্দশী গ্রামে অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। রবিবার (১৬ মে) দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নড়াইল জেলার লোহাগড়া থানার কুন্দশী গ্রামের তাসলু শেখের ছেলে মো. তুহিন শেখ (২১)।     

র‌্যাব-জানায়, রবিবার (১৬ মে) দুপুর পৌনে ২টার দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কুন্দশী গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় পালপাড়া বটতলা তিন রাস্তার মোড়স্থ টিটব শেখের বাড়ীর সামনে থেকে ১৯৫ পিস ইয়াবাসহ তুহিন শেথকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।