০ স্টাফ রিপোর্টার
খুলনায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতরা হলেন মো. বিশনু খা (৫৫) ও মো. বাদশা মিয়া (৫০)।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, বিশনু খা করেনা আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (১১ মে) হাসপাতালে ভর্তি হন। রোববার সকালে তিনি মারা যান। এছাড়া রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া এলাকার বাদশা মিয়া গত ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) হাসপাতালে ভর্তি হন।