করোনার দ্বিতীয় বছর আরও প্রাণঘাতী হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2
Spread the love

০খুলনাঞ্চল ডেস্ক

বিশ্ববাসীকে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনা মহামারির দ্বিতীয় বছর আরও বেশি প্রাণঘাতী হবে। আমরা এই মহামারির দ্বিতীয় বছরের জন্য অনেক বেশি প্রাণঘাতী পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস শুক্রবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে সতর্কবার্তা দেন।

একই সঙ্গে শিশুদের টিকা দেওয়ার বদলে দরিদ্র দেশগুলোকে টিকা সরবরাহ করতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ‘কিছু দেশ শিশু কিশোরদের টিকা দিতে চাচ্ছে। কিন্তু বর্তমান অবস্থায় আমি তাদের আহ্বান জানাবো, তারা যেন শিশু-কিশোরদের টিকা না দিয়ে সেসব টিকা ‘কোভ্যাক্স’জোটের কাছে হস্তান্তর করে।’

তিনি আরও বলেন, ‘গত জানুয়ারিতে আমি সম্ভাব্য মানবিক এক বিপর্যয়ের আশঙ্কার কথা বলেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা এখন সেই বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় দফার এই করোনা মহামারি হবে আরও প্রাণঘাতী।’