ঈদের দিন ছেলেকে প্রথমবার দেখালেন সাকিবের স্ত্রী

33
Spread the love

০ স্পোর্টস ডেস্ক

দুই কন্যার পর ছেলে সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। তবে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে থাকায় সাকিবের ছেলেকে এতদিন দেখা যায়নি। অবশেষে ঈদের দিন ছেলের সঙ্গে নিজের ছবি ফেসবুকে প্রকাশ করলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুরের দিকে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি প্রকাশ করেন তিনি।

ছবির উপরে ক্যাপশনে শিরির লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আইজাহ (আইজাহ আল হাসান) বাবুর প্রথম ঈদ, বাবাকে মিস করছে।’

গত ১৫ মার্চ পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ছেলের নাম জানিয়েছিলেন ১৫ এপ্রিল। তখন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে ছিলেন তিনি। কলকাতার পক্ষ থেকে সাকিব পরিবারের জন্য জার্সি দেওয়া হলে তখন নিজের ছেলের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এই দম্পতি।