কর্মহীন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা ও ঈদ উপহার প্রদান
খবর বিজ্ঞপ্তি
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের বিভিন্ন পেশার ৬০০ জন কর্মহীন ও দুঃস্থ শ্রমিকদের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিক-বান্ধব জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে, মহামারী নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বুধবার সকাল ১১:০০ ঘটিকায় খুলনা শিল্প-সম্পর্ক শিক্ষায়তন প্রাঙ্গনে ২০০ জন এবং বিকাল ০৩:০০ ঘটিকায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গনে ৪০০ জন শ্রমিককে, সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা’র জনাব হেলাল হোসেন মহোদয়ের উদ্যোগে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) খুলনা’র জনাব মো: মারুফুল আলম এবং শ্রম অধিদপ্তর খুলনা’র পরিচালক জনাব মো: মিজানুর রহমানের উপস্থিতিতে ঈদ-উপহার সহ খাদ্য-সহায়তা সামগ্রী বিতরন করা হয়।
এসময় ঈদ-উপহার সহ খাদ্য-সহায়তা সামগ্রী বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, সহ-সভাপতি মল্লিক নওশের আলী, সহ-সাধারণ সম্পাদকদ্বয় আব্দুর রশিদ শিকদার, কিংকর সাহা, সাংগঠনিক সম্পাদক শরীফ মোর্ত্তজা আলী, আবদুল্লাহ আল মামুন, মো: আক্তার হোসেন, মো: শরিফুল ইসলাম, মো: আজিম উদ্দিন, মো: সেলিম ফরাজী, মো: ফারুখ খা, মো: আইনুল ইসলাম, মো: পাপ্পু, মো: বাবু, মোহাম্মদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।
রামপাল উপজেলা ছাত্রদল অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরন করেছে
মেহেদী হাসান (রামপাল) প্রতিনিধি
রামপাল উপজেলা ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তার সুস্থতার জন্য এবং দেশবাসীর শান্তি কামনায় দোয়া ও অসহায় দুস্ত গরীবদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। রামপাল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মল্লিক মিজানুর রহমান মজনুর দিকনির্দেশনা ও রামপাল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবির সার্বিক সহযোগীতায় বুধবার বাদ আছর রামপাল উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন ছাত্রনেতাদের উপস্থিতিতে রামপাল উপজেলা বিএনপির আঞ্চলিক কার্যালয় ফয়লাহাট অফিসে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে ফয়লাবাজার ভাগা রনশেন মোড় ঘুরে ঘুরে ছাত্রনেতারা ২০০ অসহায় ও হত দরিদ্র দুস্তদের হাতে ইফতার পৌছেদেয়। এসময় উপস্থিত ছিলেন উজলকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন আকুন্জি, থানা বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক আরেফিন দারু,যুবদলনেতা কুদরত আকুন্জি, নবগঠিত রামপাল উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক মেহেদী হাসান,যুগ্মআহবায়ক ইব্রাহীম আকুন্জি,সম্মানিত সদস্য,আশিক্জ্জুামান সুমন,জুবায়ের আল পরশ,আহাদ শেখ,প্রমুখ
অভয়নগরে প্রয়াত তিন সাংবাদিকের পরিবার পেল নওয়াপাড়া প্রেস ক্লাবের ঈদ উপহার
অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেস ক্লাবের প্রয়াত তিন সিনিয়র সাংবাদিকের পরিবারের মাঝে ঈদ উপহারের প্যাকেট পৌঁছে দিয়েছে বর্তমান কার্যনির্বাহী কমিটি।
বুধবার (১২ মে) দুপুরে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাদের বাড়িতে গিয়ে উপহার হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দেন।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম মীর সিদ্দিক আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম নিজাম উদ্দিন আহম্মেদ ও সাবেক নির্বাহী সদস্য মরহুম মোল্যা ওলিয়ার রহমানের পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন, বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, যুগ্ম-সম্পাদক মাসুদ তাজ, সাহিত্য-প্রকাশনা সম্পাদক সেলিম হোসেন, সদস্য ডিআর আনিস, রবিউল ইসলাম প্রমুখ।
খুলনায় মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শিশু সুরক্ষা ও অধিকার নিয়ে কর্মরত ২১ টিবেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত শিশু সুরক্ষা জোট, খুলনা এর উদ্যোগে বুধবার সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত খুলনা শহরে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় বেসরকারি উন্নয়ন সংস্থাকারিতাস এর পক্ষ থেকে প্রাপ্ত মাস্ক বিতরন সহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার পক্ষ থেকে কোভিড বিষয় সচেতনতার জন্য লিফলেট ও পোস্টার প্রদান করা হয়। মাস্ক পরিধান করতে সচেতনতা কার্যক্রম পরিচালনায় পুলিশ প্রসাশনের পক্ষথেকে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম, উপ-মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনা, অনিন্দিতা বিশ্বাস, এডভোকেসি এন্ড ট্রেনিং অফিসার, ওয়ার্ল্ড ভিশন এর নেতৃতাধীন শিশু সুরক্ষা জোট, খুলনা এর সদস্য, মাসাস এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শীলু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা সমন্বয়ক এডভোকেট মোমিনুল ইসলাম,পরিবর্তন-খুলনার চাইল্ড প্রটেকশন ফোকাল পয়েন্ট ও এআরপিডব্লিউসি প্রজেক্ট কোঅর্ডিনেটর আকবর হোসেন, সমাজকর্মী আলীমুর রেজা প্রমুখ।
খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত
তথ্য বিবরণী
খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুর জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে বুধবার নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসনের নিজস্ব বরাদ্দ হতে দুই হাজার চারটি পরিবারের মাঝে পাঁচশত টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ভিজিএফ এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চার হাজার দুইশত ৫০ জন উপকারভোগীর আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া দুইশত ৬৩ দুস্থ পারিবারের মাঝে সাত কেজি করে চাল এবং এক কেজি করে ডাল বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে তিনশত জন অসহায়, দুস্থ নারী ও পরুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, এক কেজি মশুর ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, সয়াবিন তেল এক লিটার, এক কেজি চিনি এবং সেমাই এক প্যাকেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ১০ হাজার ছয়শত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৪৭ লাখ ৯২ হাজার পাঁচশত টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৪৫ হাজার উপকারভোগী পরিবারের মাঝে ৬৫ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
পাইকগাছায় চিংড়ি ঘেরের যাতায়াতের পথে বেড়া দেয়ায় ভাইপো কর্তৃক কাকা ও ভাইদের পিটিয়ে আহত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় চিংড়ি ঘেরের যাতায়াতের পথে বেড়া দেয়ায় ভাইপো কর্তৃক কাকা ও ভাইদের পিটিয়ে আহত করেছে। আহতদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার হাঁড়িয়া গ্রামের চন্দ্র কান্ত বিশ্বাসের ছেলে বাবুলাল বিশ্বাস ও কাকা সৃষ্টিধর বিশ্বাসের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বুধবার সকাল ৭টায় সৃষ্টিধর বিশ্বাস ঘেরে বেড়া দিতে গেলে বাবুলাল, শংকর ও পংকজ বিশ্বাস বেধড়ক লাঠি পেটা করে সৃষ্টিধর ও ছেলে তন্ময় বিশ্বাসের মাথা পাঠিয়ে দেয়। এ সময় তাদের ঠেকাতে গেলে চম্পক, নিউটন, ক্লিনটন ও ভূধর আহত হয়। আহতদের এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে। বাবুলাল বিশ্বাস জানান, আমার কাকা আমাদের জমিতে ঘেরে যাওয়া-আসার পথে বেড়া দিতে যায়। এ সময় তারা বাঁধা দিলে আমাকে ও আমার বাবাকে পিটিয়ে আহত করে। ওসি এজাজ শফী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শার্শা উপজেলা ছাত্রলীগ নেতা মুকুলের ঈদ সামগ্রী বিতরণ
বেনাপোল প্রতিনিধি
যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আাশরাফুল আলম লিটনের অনুপ্রেরনায় বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। থানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামে এ ঈদ উপহার সামগ্রী বিতারণ করেন শার্শা উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক মুকুল। সে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের একজন চেয়ারম্যান পদপ্রার্থী ।
বুধবার বেলা ১২ টার সময় ইউনিয়নের ৯ টি ওয়ার্ড একটি এতিম খানা ও ১০০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে মোট দেড় হাজার প্যাকেট পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্র সামগ্রী বিতারন করেন। এসময় ছাত্রলীগ নেতার পিতা নজরুল ইসলাম সহ ৯টি ওয়ার্ডের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। তরুন এ সমাজসেবক প্রতিবছর এর ন্যায় এবারও অসহায় দুস্থ পরিবারের মাঝে এ খাদ্রসামগ্রী বিতরণ করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভাবী পদপ্রার্থী এনামুল হক মুকুল বলেন, আমি চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করি নাই। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার নেতা বেনাপোল পৌর পিতা আশরাফুল আলম লিটনের নির্দেশনায় এগুলো বিতরন করেছি। ভবিষ্যাতেও আমার ইউনিয়ন এর সকল অসহায় মানুষের পাশে থাকব।
ঘিবা গ্রামের হাসনা বানু বলেন করোনা কালীন দুর্যোগে ছেলেদের কাজ নেই। দিন এনে দিন খেতে হয়। আমি এই ঈদের জন্য এসব উপহার সামগ্রী পেয়ে খুশি। ধান্যখোলা গ্রামের আব্দুল মজিদ বলেন, এ ভাবে যদি প্রতিটি গ্রামের আদর্শ সন্তানরা আমাদের মত অসহায়দের ত্রান দিত তাহলে এক কষ্ট করে রোজা থাকতে হত না। আমার মুকুলের জন্য দোয়া করি।
খুলনা রেঞ্জে ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন
০ খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশে মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোল্লা আমজাদ হোসেন পিএএমএস খুলনা আনসার ও ভিডিপি খুলনা জেলা কার্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে রেঞ্জ কমান্ডার সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় আনসার ও ভিডিপি সদস্যদের সরকার কর্তৃক অর্পিত যেকোন দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য খুলনা রেঞ্জের ১০টি জেলার ৫৯টি উপজেলার মোট ২৯৫০ জন ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ত্রাণ বিতরণ কার্যক্রমে আনসার ও ভিডিপি খুলনা এর জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিরাজুল ইসলাম খান, সহকারী জেলা কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বপন মাহামুদ ও আনসার-ভিডিপি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দেবহাটা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইউ এন ও তাসলিমা আক্তার
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা) :
দেবহাটা উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার। তিনি উপজেলার সর্বস্তরের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, এক মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলিম জাতি নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। এক মাস ব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা ও সাধনার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন একটি মুহূর্ত। দেশের চলমান ক্রান্তিলগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে।
ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা। এছাড়া তিনি বলেন, বিশ্বব্যাপী মরণঘাতি করোনা মহামারীর আঘাতে এ বছর হয়তো পূর্বের মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ ও উৎসব করা সম্ভব হবে না। তবুও যে যেখানেই যে ভাবেই থাকেন না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবেন।
কোন অসহায় ও দুস্থ্য কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এ জন্য সমাজে যারা বিত্তবান ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাহাতে নিরন্ন অভুক্ত মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে। তিনি আরও বলেন, করোনা মহামারিতে এখন সারাবিশ্বের মানুষের মাঝে বিরাজ করছে নিরানন্দ ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার ছোবল থেকে মানুষকে রক্ষা করতে আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি। সকলকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন আমরা সবাই সরকারি আইন মেনে চলি, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখি, মাক্স পরিধান করি।