ডুমুরিয়ায় হাজিবুনিয়া নদীতে লোনা পানি : প্রতিকারের আশায় ১২ গ্রামের মানুষ

6
Spread the love

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ভান্ডারপাড়া ইউনিয়নে হাজিবুনিয়া নদীতে রাতের আঁধারে স্লুইচ গেটের কপাট খুলে লোনা পানি ঢুকানো অবৈধ দখলদারদের নেট-পাটা,কোমর দিয়ে উন্মুক্ত নদীটি কতিপয় ব্যক্তির স্বার্থে ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।আশু ওই দখলদারদের হাত থেকে রেহাই পেতে ১২টি গ্রামের জনসাধারন উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসে দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে প্রবাহমান ২৯নং পোল্ডারে হাজিবুনিয়া নদীটি অত্র এলাকায় প্রায় ১২টি গ্রামের জনগনের জন্য কৃষি মৎস্য খাতে বিশাল অবদান রেখে আসছে।এতে নদী নির্ভর প্রায় ৬হাজার পরিবার উপকৃত হয়ে আসছে।কিন্তু সম্প্রতি স্বার্থান্বেসী একটি মহল রাতের আঁধারে স্লুইচ গেটের কপাট তুলে নদী লোনা পানি তুলছে।এছাড়া যত্রতত্র নেট-পাটা কোমর দিয়ে নদীটি ব্যক্তি স্বার্থ ব্যবহারের পায়তারা চলছে।আশু এর প্রতিকার না হলে কৃষি প্রধান এলাকাটি ব্যাপক ক্ষতির সম্মুখিন হবে এবং নদীটি তার নাব্যতা হারিয়ে মরাখালে পরিনত হবে।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন,এলাকাবাসি স্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।