০ ঢাকা অফিস
ঈদের আগে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি। এতে দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে ৭১ হাজার ৪৪২ টাকা হয়েছে। যা আগে ছিল ৬৯ হাজার ১০৯ টাকা। সোমবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন এই দর সোমবার দুপুর ১টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে গত ৯ মার্চ স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। যা ১০ মার্চ থেকে কার্যকর হয়। তখন বাজুস জানিয়েছিল, করোনাকালীন বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণে মধ্যে অস্থির আন্তর্জাতিক স্বর্ণের বাজারে দাম কিছুটা নিম্নমুখী। এজন্য দেশীয় জুয়েলারি বাজারে অচলাবস্থা কাটাতে ও ভোক্তাদের কথা চিন্তা করে দাম কমানো হয়েছে। ১০ মার্চের দাম অনুযায়ী আজ দুপুর ১টা পর্যন্ত ভালো মানের অর্থাৎ ২২ ক্যারট মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হয়েছে ৬৯ হাজার ১০৯ টাকা। ২১ ক্যারটের স্বর্ণ ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারটের স্বর্ণ ৫৭ হাজার ২১২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪৬ হাজার ৮৮৯ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা ও আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার (উপকরণ কর রেয়াত) কারণে দেশীয় গোল্ড ডিলাররা চাহিদার বিপরীতে স্বর্ণবার আমদানি করতে না পারার কারণে দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।
নতুন দাম অনুযায়ী, ১০ মে দুপুর ১টা থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ২২২ টাকা।
তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।