নিখোঁজ ১৮ মাসের শিশুর অর্ধগলিত লাশ প্রতিবেশীর বড়ি থেকে উদ্ধার

1
Spread the love

শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজ শিশুর দিন পরে প্রতিবেশে ছপের মাল এর বসত বাড়ী থেকে বস্তা বন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এলাকাবাসী জানান, গত শুক্রবার সকাল টার সময় নিখোঁজ হন দাড়েরপাড়া গ্রামের সরিফুলের ১৮ মাস বয়সের বাচ্চা ছেলে আরাফাত। নিখোঁজের দিন পরে সোমবার সকাল অনুমানিক ১১ টার দিকে প্রতিবেশি ছপের মালের বাড়ি থেকে দুরগন্ধো বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে ছপের মালের বাড়ি তল্লাশি করলে ছপের মাল এর বসত ঘরের ভিতর মাচা উপর থেকে শিশু আরাফাতে বস্তা বন্দি লাশ উদ্ধার হয়।

সময় ছপের মাল এর স্ত্রী কহিনুর (৬৫) কে পুলিশর আটক করেছে। বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আরাফাত দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ঘটনা স্থান পরিদর্শন করেন।

বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, আরাফাত নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশে কহিনুর নামে এক জন কে আটক করা হয়েছে।

0মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া