করোনার দ্বিতীয় ধাক্কায় আক্রাত বা শ্বাসকষ্টেভোগা রোগীদের তাৎক্ষণিক বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে মণিরামপুরে উদ্যোগ নিয়েছে সাত যুবক।
মণিরামপুর পৌরশহরের আরআই টেকনোলজি হল রুমে শনিবার (৮ মে) বেলা ১১ টায় এই সেবার উদ্বোধন করা হয়। মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উদ্যোক্তা আল হেলাল মামুন, অরূনভ মল্লিক, শামিম রেজা,আরিফ ফয়সাল ও হাসিবুল হাসান এসময় উপস্থিত ছিলেন।
প্রাথমিক পর্যায়ে উদ্যোক্তাদের একটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা করেছেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।
মণিরামপুরিয়ান অক্সিজেন সেবার সমন্বয়কারী আল হেলাল মামুন বলেন, গত বছর করোনা পরিস্থিতির শুরু থেকেই আমরা স্বেচ্ছাসেবী হিসেবে মানুষকে সেবা দিচ্ছি। করোনার দ্বিতীয় ধাপে আক্রান্ত ও শ্বাসকষ্টেভোগা রোগীদের বাড়িতে অক্সিজেন সেবা পৌঁছি দিতে আমরা একটি সিলিন্ডার নিয়ে কাজ শুরু করেছি। চাহিদা বাড়ার সাথে সাথে আমরা অক্সিজেন সিলিন্ডার বাড়াতে কাজ করব।
জরুরি অক্সিজেন সেবা পেতে ০১৯১১৯৪৪০৪৬ বা ০১৪০৪৭৭৫৪৩১ নম্বরে কল করলে আমরা সিলিন্ডার রোগীদের বাড়ি পৌঁঁছে দেব। অক্সিজেন সেবার বিষয়টি সার্বিক পর্যবেক্ষণ করছেন ডা.দীপায়ন মন্ডল, বলেন এই সমন্বয়ক।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মণিরামপুরে উপস্থিত কোন করোনা রোগী নেই। করোনার দ্বিতীয় ধাপে এখানে ১৯ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। তারা সবাই বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। সর্বশেষ করোনা রোগীকে শুক্রবার (৭ মে) সুস্থ ঘোষণা করেছে হাসপাতাল। আজ (শনিবার) নতুন তিন জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ বসু বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. বসু বলেন, আমারা হাসপাতালে জরুরি মুহূর্তে ১৫ জন রোগীকে অক্সিজেন সাপোর্ট দিতে পারব।
তবে যুবকদের বিনামূল্যে অক্সিজেন সেবার কাজকে স্বাগত জানিয়েছেন ডা. বসু। সেবার কাজটি সহজতর করতে তিনি হাসপাতালের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তাদের।
– মণিরামপুর (যশোর) প্রতিনিধি :