খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মহামারির প্রাদূূর্ভাব রোধে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ দেশের সার্বিক উন্নয়নে দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে। মাদক, জঙ্গী, সন্ত্রাস এবং দুর্নীতির মূলৎপাটন করতে সর্বদা বদ্ধ পরিকর। ২০৪১ সালে উন্নত আয়ের শিল্প সমৃদ্ধ হওয়ার পাশাপাশি ব্যাপক হারে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি।
কৃষি ক্ষেত্র সম্পর্কে এমপি সালাম মূর্শেদী বলেন, সর্বস্তরের প্রান্তিক কৃষককে মূল্যায়ন করতে সরকার চাষিদের কাছ থেকে উচ্চ মূল্যে ধান সংগ্রহ করে তা পরবর্তীতে স্বল্পমূল্যে চাউল হিসাবে বন্টন করছেন।
শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। এ কারনে সময়মত কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ সহ কৃষি উপকরণ প্রদান করে একটি শক্তিশালী কৃষি জনগোষ্ঠী গড়ে তুলেছেন । বঙ্গবন্ধু যেমন দরিদ্র মানুষের কাছে আশ্রয় স্থল ছিল, তেমনি শেখ হাসিনা সরকারের কাছেও দরিদ্র এবং অসহায় মানুষের ঠিকানা।
তিনি ৮ মে সকাল ১০ টায় রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ছুইঝালের চারা বিতরণ, চাষীদের নিকট থেকে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন, বঙ্গবন্ধুর মর্যাল উদ্বোধন ও আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, তেরখাদা উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল আলম, ভাইচ চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপ্পী কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, আবাসিক মেডিকেল অফিসার সঙ্গিতা চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ ফ ম আ. সালাম, জেলা কৃষকলীগের আহবায়ক, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জাহাঙ্গীর হোসেন মুকুল, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বকর মোল্লা, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, বন কর্মকর্তা মুজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার শিউলি মজুমদার, এস এম ফেরদৌস, সহকারী ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, মোর্শেদুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, আওয়ামীলীগ নেতা এস এম হাবিব, বাছিতুল হাবিব প্রিন্স,আক্তার ফারুক, আল মামুন সরকার, শ.ম জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান মোস্তাক, রবিউল ইসলাম বিশ্বাস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়কারী মোঃ নোমান ওসমানি রিচি, সরদার মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, মোঃ কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গীর শেখ, আওয়ামীলীগ নেতা নাসির হোসেন সজল, হারুন মোল্লা, ফরিদ শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, অধ্যাপক অহিদুজ্জামান, শেখ আসাদুজ্জামান, মোল্লা আরিফ হোসেন, আজিজুল হক কাজল, রুহুল আমিন রবি, রাজিব দাশ , আওরঙ্গজেব স্বর্ণ, মোঃ ইলিয়াজ শেখ, বাদশা মিয়া, শেখ আঃ মজিদ শেখ, সরদার জসিম উদ্দিন প্রমূখ। এর পরে তিনি উপজেলার একটি কালর্ভাট এর উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরবর্তীতে নৈহাটী স্পোর্টিং ক্লাবে দ্বিতলা ভবনের উদ্বোধন করেন। তাছাড়া বিকেল ৩ টায় এমপির নিজস্ব কার্যালয়ে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার, অসহায়দের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করেন। এরপর খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের ও খুলনার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
– রূপসা প্রতিনিধি