খুলনায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন এবং সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (০৫ মে) মহানগরীর খালিশপুর বিআইডিসি সড়ক এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, নোংরা, অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশ সেমাই উৎপাদন এবং সংরক্ষণের অপরাধে খালিশপুর বিআইডিসি রোডের ভূইয়া ফুড ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে খালিশপুর বিআইডিসি রোডের মেসার্স সোনালী ফ্লাওয়ার মিলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুসারে ভোক্তা অধিকারবিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয়। এছাড়া বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে পথচারীদের মাঝে মাস্ক, লিফলেট বিতরণসহ মাইকিং করা হয়। একই সঙ্গে টিসিবির ট্রাক সেল কার্যক্রম তদারকি করা হয়।
-স্টাফ রিপোর্টার