স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় খালেদা জিয়ার ভাই

41
Spread the love

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়া হতে পারে এমন আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে গিয়ে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন‍্য বিদেশে নেয়ার জন্য লিখিত আবেদন করেছেন।

লিখিত আবেদনটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

তবে বিষয়টি সম্পর্কে দল অবদত নয় বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা। তারা বলছেন, বিষয়টি তাদের জানান নেই।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে এবং ফুসফুস থেকে তরলজাতীয় পদার্থ (ফ্লুইড) অপসারণ করা হয়েছে। আর অনিয়মতান্ত্রিক ডায়াবেটিসের কারণে চিকিৎসক, পরিবার এবং দলের নেতাকর্মীদের মাঝে দুশ্চিন্তা ভর করেছে।

এই অবস্থায় খালেদা জিয়ার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যেতে চাইছেন। আবার অনেকে বলছেন, পরিস্থিতি বিবেচনা করে বেগম জিয়াকে সিঙ্গাপুরেও নেয়া হতে পারে। তবে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরেকটু স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন বলে জানা গেছে।

-ঢাকা অফিস