সারা খুলনা অঞ্চলের খবরা খবর

15
Spread the love

অবশেষে খুলনায় স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার

টানা কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনা অঞ্চলে। প্রখর রোদে পুড়েছে প্রকৃতি। বছর দেখা মিলেনি ঝড়-বৃষ্টির। টানা কয়েক মাসের অসহনীয় গরমের পর খুলনা মহানগরীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে।

সোমবার (মে) রাত সাড়ে ১০টায় থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত বৃষ্টি নাগরিক জীবনে কিছুটা স্বস্তি এনেছে। শীতল বাতাসে প্রশান্তি বিরাজ করছে খুলনায়। মঙ্গলবার (মে) সকালেও গুড়িগুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে খুলনা মহানগরীসহ উপজেলাগুলোতে পার্শ্ববর্তী জেলাসমূহে। তবে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকায় জেলার অনেক এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে রোজাদারদের।

ডুমুরিয়ার কৃষক মোজাম আলী বলেন, আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছি। মাঠঘাট ফেঁটে চৌচির হয়ে গেছে। বৃষ্টির ফলে মাঠে ফসল বেশ ভালো হবে। একই এলাকার আমচাষী মো. আনোয়ার হোসেন বলেন, বৃষ্টির ফলে আম ভালো হবে। আমের বোটা শক্ত হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন বলেন, বৃষ্টির ফলে মাঠের ফসলের উপকার হবে। বিশেষ করে পাট চাষীরা বেশি উপকৃত হবেন। মাটি প্রাণ ফিরে পাবে। উল্লেখ্য, সোমবার রাত ১১টায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনাসহ দেশের আট বিভাগের জেলাগুলো রাতে কালবৈশাখী ঝড়-বৃষ্টির সম্মুখীন হতে পারে।

ইউটিউব দেখে ফল চাষ করে সফল রশিদ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা শহরের পাশ ঘেঁষে বেয়ে যাওয়া কপোতাক্ষ নদীর তীরে বেড়ে উঠে যুবক আব্দুর রশিদ। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী হলেও লেখাপড়া করা হয়নি তার। কর্মজীবনের শুরু থেকে স্থানীয় কৃষি কর্মকর্তা অন্যান্যদের সহযোগীতায় কৃষি কাজ শুরু করেন তিনি। সব সময়ই তিনি তার চাষে নতুনত্ব আনার চেষ্টা করেছেন।

তার শখ কৃষি ক্ষেত্রে নতুন নতুন সবজি, ফল ফসলের চাষ করা। আর এর জন্য তিনি ইউটিবে কৃষি কাজ সংক্রান্ত ভিডিও দেখতেন। এভাবে দেশের যে কোন প্রান্তে নতুন কোন চাষের সংবাদ পেলে। মাসে একদিন সময় করে সেখান থেকে ঘুরে অসেন। এভাবেই তিনি তার চাষে সফলতা দেখিয়ে চলেছেন। সাথে নিজের পরিবারের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। আব্দুর রশিদ ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বর্তমানে তার দুই বিঘা জমিতে গোল্ডেন কালারের এক নতুন জাতের তরমুজ “তৃপ্তি” চাষ করেছেন। রোজার ১০ দিন থেকে তরমুজ বিক্রি শুরু করেছে। স্থানীয় ঢাকার ব্যাপারিরা খেতে এসে তরমুজ নিয়ে যাচ্ছে। এই দুই বিঘা তরমুজ চাষ করতে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। এখান থেকে খরচ বাদে দেড় লাখ টাকা লাভ করতে পারবেন বলে আশা করছেন তিনি।

মাত্র দুই মাসে ভিন্ন জাতের তরমুজ চাষ দেখে জেলার অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন। এছাড়া কৃষক আব্দুর রশিদ তরমুজের পাশাপাশি তার পাঁচ বিঘা জমিতে মাল্টা, কমলা লেবু আঙ্গুরের চাষ করেছেন। আঙ্গুর চাষ এবারই প্রথম শুরু করেছেন তিনি। ১০ কাঠা জমিতে ছমছম সুপার সনিকা জাতের ৭৫ টি আঙ্গুরের গাছ রোপণ করেছেন।

ভারত ইটালি থেকে এসব চারা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। যদি আশানুরূপ ফল পান তাহলে কমপক্ষে ৪০ থেকে ৫০ বছর এসব গাছ থেকে ফল পাবেন। তবে এখনো পর্যন্ত দেশে চাষ হওয়া আঙ্গুরের স্বাদ ভালো না হলেও সফল কৃষকের দাবি তার আঙ্গুর সুস্বাদু হবে।

এর আগে জেলার বিভিন্ন এলাকায় ব্লাক বেরি (কালো রঙের) গোল্ডেন ক্রাউন (হলুদ রঙের) জাতের তরমুজ চাষ হতে দেখা গেছে। বর্তমানে সদর উপজেলায় হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে এবং জেলায় সংখ্যা প্রায় ১৫ হেক্টর। তরমুজ চাষি কৃষক আব্দুর রশিদ জানান, বিভিন্ন সময় ইউটিবে কৃষি কাজ সংক্রান্ত অনেক ভিডিও দেখতাম। এছাড়া বিভিন্ন কৃষকদের মাধ্যমে খোঁজ রাখতাম কোথায় কোন চাষ হচ্ছে। নতুন কিছু মনে হলেই সেখানে ছুটে যেতাম। সেখান থেকে চাষ পদ্ধতি রপ্ত করে নিজে চাষ করতাম।

এভাবে চলছে আমার চাষকর্ম। তিনি আরো জানান, বর্তমানে আমার দুই বিঘা জমির তৃপ্তি জাতের তরমুজ বিক্রি শুরু করেছি। জমিতে যে তরমুজ আছে তা প্রায় দুই লাখ টাকা বিক্রি করতে পারবো। তাতে খরচ বাদে লাভ হবে দেড় লাখ টাকা।

বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অমিত বাগচী জানান, পানি নিষ্কাষণ বেলে দো-আঁশ মাটি তরমুজ চাষের জন্য বেশি উপযোগী যা ঝিনাইদহে বিদ্যমান। আর মান ভালো হওয়া ঢাকাসহ বিভিন্ন স্থানে জেলার তরমুজের চাহিদা রয়েছে অনেক।

পাইকগাছার লতায় উলুবুনিয়া নদী খনন কার্যক্রম উদ্বোধন করেন এমপি বাবু

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, পাইকগাছা উপজেলার লতার উলুবুনিয়া নদী খনন কার্যক্রমে কোন প্রকার দুর্নীতির আশ্রয় দেয়া হবেনা। সিডিউল অনুযায়ী খননের ক্ষেত্রে ৮০ ফুট প্রস্থ ফুট গভীরতা রাখতে হবে। নদী খনন কার্যক্রমে এলাকার সকল স্তরের জনসাধারণকে সহযোগিতা করতে হবে। পর্যায়ক্রমে উলুবুনিয়া নদী খননের ন্যায় অঞ্চলের সকল মরা নদী খনন করা হবে। গত শনিবার বিকালে শামুকপোতা দুর্গা মন্দির মাঠ প্রাঙ্গণে লতা উলুবুনিয়া নদী খনন কাজের শুভ উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এসব কথা বলেন। জেলা মৎস্য অধিদপ্তর বাস্তবায়নে পাইকগাছা উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, লতা ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, লতা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল কুমার বৈদ্য, সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল, কপিলমুনি ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব রফিকুল ইসলাম খান, ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী,  রায়হান পারভেজ রনি, গোলক বিহারী মন্ডল, লতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পুলকেশ কুমার মন্ডল, যুবলীগের শাহীন কাগজী, যুুুুবলীগ নেতা মৃগাঙ্ক বিশ্বাস, ফারুক হোসেন, কুমারেশ মন্ডল, প্রদীপ অধিকারী প্রবহ, জি এম সামাদ, দিদারুল ইসলাম দিদার মফিজুল ইসলাম প্রমুখ।

শৈলকুপায় নির্জন খালে সংখ্যা লঘু বিধবা নারীর লাশ, গলায়-মুখে রক্তের দাগ

সম্রাট হোসেন, শৈলকুপা

ঝিনাইদহের শৈলকুপায় খাল থেকে রেখা রানী নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্বজনদের। সোমবার রাতে উপজেলার মলমলি গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রেখা একই গ্রামের যশোধর বিশ্বাসের স্ত্রী। নিহতের ছেলে অপূর্ব কুমার বিশ্বাস জানান, জমি লিজের টাকা আনতে সোমবার বিকেলে পার্শ্ববর্তী উমেদপুর ইউনিয়নের হালসাদাড়ি গ্রামে যান তার মা। লিজের ১১ হাজার টাকা নিয়েবিকেলের দিকে বাড়ি ফিরছিলেন। হয়তো টাকার জন্য ছিনতাইকারীরা তার মাকে হত্যা করে খালে ফেলে রেখে গেছে। প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, রাতে মলমলি গ্রামের নির্জন খালে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে পুলিশ।

ঝিনাইদহের এএসপি (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো  হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মুখে গলায় রয়েছে রক্তের দাগ। টাকা ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেন এমন হত্যাকান্ড, সামনে আসছে দুটি প্রসঙ্গঃ কারা এই খুণী, এমন বৃদ্ধা মহিলা কে কেন হত্যা করল? এমন প্রশ্নে মানুষের সামনে আসছে দুটি বিষয়। টাকা ছিনতাই এর জন্যে এমন নিষ্ঠুর হত্যা বলে মুখে মুখে ভাসছে। কিন্তু যারা একটু খতিয়ে দেখার চেষ্টা করছে তাদের সামনে আসছে বৃদ্ধার জমিজমা। জানা গেছে মলমলী গ্রামের মৃত যশোধর এর স্ত্রী রেখা রাণীর নামে রয়েছে বেশ কয়েক বিঘা জমি সম্পত্তি। সংখ্যালঘু এই সম্পত্তির উপর ললুপ দৃষ্টি রয়েছে একটি মহলের। সেই জমাজমি আত্মসাতের জন্যে চালানো হতে পারে নিষ্ঠুর হত্যাযজ্ঞ।

বৃদ্ধা গ্রাম থেকে টাকা নিয়ে মাঠের রাস্তায় কখন?

ত্রিপাকান্দি মাঠের নির্জন খাল যার দুপাশ দিয়ে কলাগাছ ঝোপঝাড়ে ঘেরা এমন একটি নির্জন খালের মাঝে মিলছে বৃদ্ধা রেখা রাণীর লাশ। ফলে মাঠের পথে কখন বেরিয়েছিলেন বৃদ্ধা সেকথা অনেকে বলছে। দুপুরে টাকা নিয়ে মাঠের পথে বের হলে প্রকাশ্যে দিনে দুপুরে খুণীরা মারার টার্গেট নিত না। তবে কি বৃদ্ধা গ্রাম থেকে শেষ বিকাল বা সন্ধার আগে ফিরছিল যার কারণে সন্ধারাতের অন্ধকারে নির্জনে খুণীরা নিরাপদে হত্যা করে। আর খুণীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী বৃদ্ধা রেখা রাণী কে দুপুর থেকে বিকাল পর্যন্ত সোর্সদের মাধ্যমে গ্রামেই রেখে নানা গল্প, লিচু পেড়ে ব্যাগ ভর্তি করে হাতে দিয়ে, বিশ্রামে করিয়ে অপেক্ষায় ছিল মাহেন্দ্রক্ষনের? নাকি গ্রামে রেখেই হত্যা করে সন্ধায় এনে ফেলে মাঠের নির্জন খালে, অনেকের ভাবনায় এসবও ঘুরে ফিরছে।

বৃদ্ধা কি ধর্ষিত হয়েছিল? বৃদ্ধা কি ধর্ষিত হয়েছিল, সে প্রশ্ন দেখা দিয়েছে কারো কারো মুখে। ধর্ষণের সময় চিনে ফেলায় তাকে হত্যা করা হতে পারে। কি আছে সুরতহাল রিপোর্টে, তার গলা,পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-আঘাতের চিহ্ন রয়েছে!

নৌ-দূর্ঘটনায় তেরখাদার একই পরিবারের চার জনের মৃত্যুতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তিঃ

বাংলাবাজার কাঠালবাড়ীতে সংঘটিত নৌ-দূর্ঘটনায় তেরখাদা উপজেলার বারুখালী গ্রামের মনির মিয়াসহ তার পরিবারের চার সদস্যেও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতি দাতা নেতৃবৃন্দ হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাড. সুজিত অধিকারী।

এই মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে তেরখাদার বারুখালীস্থ মরহুমদ্বয়ের বাসভবনে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ নেতা তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা শেখ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খান ফরহাদুজ্জামান সুমন, ছাত্রনেতা শেখ হুসাইন আহমেদ প্রমুখ।

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে নিহত

কে এম  রেজাউল  করিম 

দেবহাটা পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নিহত হয়েছে জন। ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিহতের ছেলে আব্দুর রহমান রাজু বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। নিহতের নাম রফিকুল ইসলাম (৫৫)তিনি দেবহাটা উপজেলার নোয়াপাড়া মাটিকুমড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত মোজাম্মেল সরদারের ছেলে। রফিকুল ইসলাম শ্রমজীবি আম ব্যবসায়ী ছিলেন। তিনি ৪মেয়ে ৩ছেলে সন্তানের জনক। পুলিশ স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রফিকুলের সাথে পাশর্^বর্তী মৃত ইমান আলীর ছেলে বাশারাত আলী (৪২) এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল সাড়ে টার দিকে বাশারাত রফিকুলের বাড়ির চলাচলের রাস্তার উপরে আবর্জনা ফেললে রফিকুল তার প্রতিবাদ করে। নিয়ে রফিকুল বাশারাতের সাথে কথা কাটাকাটি মারপিটের ঘটনা ঘটে। এক পর্যায়ে বাশারাতের আঘাতে রফিকুল ইসলাম পাশের পুকুরে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পরে খবর পেয়ে দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি এসএম জামিল আহম্মেদ দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনাস্থলে পৌছান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করেছে এবং ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান রাজু বাদী হয়ে বাশারাত, তার স্ত্রী বাশিরুনাহার (তারা)সহ কয়েকজনকে আসামী করে দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। ওসি বিপ্লব কুমার সাহা রফিকুল নামে একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সিনিয়র এএসপি তিনি ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বাগেরহাটে ঘরবাড়ি ভাংচুরের মামলার বাদীকে হুমকী: আসামিদের গ্রেফতারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটের শাসন গ্রামে নির্বাচনী সহিংসতায় হত্যাকান্ডের জেরে বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাটের ঘটনায় মামলার বাদীকে হুমকী-ধামকী দিচ্ছেন ভাংচুর কারীরা। একের পর এক হুমকীতে পালিয়ে বেড়াচ্ছেন বাদী তার পরিবার। অন্যদিকে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবিতে মামলার রজ্জব আলী শেখে স্ত্রী তানছিমা বেগম আমদ শেখের স্ত্রী রাহেলা বেগম বাগেরহাটের পুলিশ সুপার বরাবর পৃথকভাবে লিখিত আবেদন করেছেন। লিখিত অভিযোগে তারা বলেন, ২৪ এপ্রিল গভীর রাতে স্থানীয় ইউপি সদস্য মামুন শেখ আজাদ শিকদার, দুলাল শেখ, ইখলাস শেখ, রেন্টু সিকদার, জহিদ শরীফ, ইমদাদ মোল্লা, জাহিদ মোল্লা, মাসুম চৌধুরী, জানিক চৌধুরীসহ ৩০-৪০ জন লোক নিয়ে শাসন গ্রামের আবেদ আহম্মদ আলী শেখ রজব আলী শেখের বাড়িঘর ভাংচুর ঘরের মালামাল লুট করে। ঘটনায় ২৩ জনকে আসামী করে মোল্লাহাট থানায় মামলা করে ক্ষতিগ্রস্ত ওই পরিবার। মামলার আসামী দুলাল শেখ, মামুন শেখ, ইমদাদ মোল্লা, ফারুক শরীফ, মগরব শরীফ এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আটক করছে না। বরং আসামীরা আমাদের হুমকী ধামকী দিচ্ছে। এরই মধ্যে ২৮ এপ্রিল মামুন শেখ তার সন্ত্রাসী বাহিনী আহম্মদ আলী শেখ এর ক্ষেতের ধান লুট করে নিয়ে যায়। ৩০ এপ্রিল আসামীরা রজত আলী শেখ এর ক্ষেতের ধান কেটে নিয়ে যায়। মামুন শেখ তার সন্ত্রাসী বাহিনীর তান্ডবে আমরা পালিয়ে বেড়াচ্ছি। অবস্থায় আসামীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান ওই দুই নারী।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামী লীগ নেতা বলেন, এই হত্যাকে পুজি করে ইউনিয়ন পরিষদের সাধারন মানুষের নামে মিথ্যা মামলাসহ শতাধিক বাড়িঘর ভাংচুর লুট করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য চেয়ারম্যান মুন্সী তানজিল হোসেনসহ একাধিক ব্যক্তির নামে মিথ্যা মামলা করা হয়েছে। চেয়ারম্যান হামলার সময় ঘটনাস্থলে না থাকলেও আসামী হয়েছে। তাকে রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য হত্যা মামলায় আসামি করা হয়েছে।

ব্যাপারে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, মোল্লাহাটের শাসন গ্রামে ভাংচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

কেশবপুরে সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু

কেশবপুর ( যশোর) প্রতিনিধি,

যশোরের কেশবপুরে সোমবার রাতে বিষধর সাপের কামড়ে হানিফ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কিশোরের পরিবারের পক্ষ থেকে তার আপন চাচাতো ভাই মিন্টু রহমান জানান, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলা উদ্দিনের ছেলে হানিফ হোসেন সোমবার সন্ধ্যায় তার বন্ধুদের সাথে বাড়ির পাশে বালিয়াডাঙ্গা দেবালয় সংলগ্ন বর্ষাখোড়ার মোড়ে ঘুরতে বের হয়। সময় তাকে সাপে দংশন করে। তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কিশোরকে ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মোবাইল জুয়ায় আসক্ত হচ্ছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ

মেহেদী হাসান( রামপাল)  প্রতিনিধিঃ

রামপাল উপজেলা  গ্রাম এলাকার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে দেখা যায় এ্যান্ডয়েড বা স্মার্ট ফোন। এসব স্মার্ট মোবাইল ফোন কেউ ভালো কাজে আবার কেউ মন্দ কাজে ব্যবহার করছে। আবার অসাধু শ্রেণীর লোকেরা স্মার্ট ফোনের অপব্যবহার করে জুয়াড় আসরও বসাতে ব্যস্ত হয়ে পড়েছেন।

এসব এ্যান্ডয়েড মোবাইল ফোন আবিস্কারের ফলে যতোটা সুবিধা হয়েছে ঠিক ততোটা অসুবিধাও বয়ে এনেছে। বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের কোমলবতি শিক্ষার্থীদের হাতে হাতে এখন এ্যান্ডয়েড বা স্মাট ফোন। এসকল ফোনে বিভিন্ন সফটওয়ার এ্যাপস এর সাহায্যে গেমস খেলাসহ নানা ধরনের শিক্ষামূলক বিভিন্ন কাজ করা যায়। সম্প্রতি লুডু নামের একটি এ্যাপস আসে বাজাড়ে এটি খুব অল্প সময়ে অনেক বেশি পরিচিতি লাভ করেছে।

লুডু কাগজের তৈরী লুডুর মত সহজেই খেলা যায় বলে শিক্ষার্থীরা লুডু এ্যাপসটি ইনষ্টল করে খেলতে পারে। সহজলভ্য আর সহপাঠি নিয়ে খেলা যায় বলে বাজীতে আকৃষ্ট হচ্ছে অনেকে। নাম বলতে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঘরবন্দী হয়ে গেছে এবং মোবাইলে আসক্ত হয়ে পরে ধরনের ডিজিটাল জুয়াড় আসরে ঢুকে পড়ছে। স্কুল চলাকালীন সময়ে দেখাতাম ক্লাসের ফাঁকে শিক্ষিকারা একটু সময় পেলেই শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে শিক্ষার্থীর এই লুডু খেলায় মেতে ওঠে।

নেশায় শুধু শিক্ষার্থীরাই আসক্ত নয়,রামপাল উপজেলার গ্রাম গঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরাও দিনদিন আসক্ত হয়ে পড়েছে এই লুডু এ্যাপসটিতে। জনপ্রিয় এই এ্যাপসটি ব্যবহার করে গ্রামাঞ্চলে সন্ধ্যাবেলায় চায়ের দোকানে, রাস্তার মোড়ে,পুকুর পাড়ে,নির্জন স্থান বেছে নিয়ে খুব সহজেই একটি চক্র প্রায় দিনই জুয়াড় আসর বসাচ্ছে। জুয়াড় আসরে আকৃষ্ট হয়ে নিমিষেই হাজার-হাজার টাকা হারচ্ছে জুয়াড়িরা। গ্রামীন যুবকরা দৈনিন্দিন কাজকর্ম বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে এসব লুডু নামক জুয়ার আসরে।

ফলে এক দিকে অর্থ অপচয় অন্য দিকে সময় নষ্ট হচ্ছে। তবে এভাবে চলতে থাকলে যুব সমাজ এক সময় ধ্বংসের দ্বার প্রান্তে পৌছে যাবে। বিষয় সচেতন মহল বলেন, এসব জুয়ার বিষয়ে অতি তাড়াতাড়ি সচেতনতা সৃষ্টি করতে হবে, না হলে ভবিষ্যতে সমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে। বিশেষ করে যুব সমাজকে লুডু নামক জুয়া থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ অতি জরুরী হয়ে পড়েছে।

মোংলায় মুক্তিযোদ্ধার জায়গা জবর দখল করে রাখার অভিযোগ ভূমিদস্যুদের বিরুদ্ধে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের জায়গা দখল করে রাখার অভিযোগ উঠেছে কয়েকজন ভূমিদস্যুদের বিরুদ্ধে। তার মালিকানা ভূমির সীমানা নির্ধারণ করতে গেলে তাকে বাঁধা হুমকি ধামকি দিচ্ছে ওই ভূমিদস্যুরা। ওই চক্রের কবল থেকে রক্ষা পেতে উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পৌর মেয়রের বরাবর লিখিত আবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধা মোংলা পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ সুলতান আহম্মেদ।

বিভিন্ন দপ্তরে দেয়া অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার শেহলাবুনিয়া মৌজায় চারটি দলিলে ৪৪.২৫ শতক ভূমি খরিদ সূত্রে মালিক মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহম্মদ। যাহা এসএ ডিপি খতিয়ানের তার নামে মাঠ জরিপ করা হয়। এবং তিনি নিজ নামে নামপত্তন করেন। কিন্তু তার ওই মালিকানা সম্পত্তি স্থানীয় ভূমিদস্যু হারুনুর রশিদ, আবুল বাশার, মোঃ মিরাজ কিছু অংশ জবর দখল করে রেখেছেন। অন্যদিকে জোরপূর্বক তার মালিকানা পুকুরে মাছ চাষ করে আসছেন, ওইসব দস্যুদের হোতা মোঃ মোশারফ হোসেন, জহির উদ্দিন গোলাম মোস্তফা। পুকুরে মাছ চাষের বিনিময়ে তাকে (সুলতান) কোন টাকা পয়সা দিতেন না জবর দখল মাছ চাষকারীরা। শিক্ষকতা থেকে অবসরে এসে নিজের ভূমিটুকু সীমানা দিয়ে দখল নিতে গেলে সেখানেও বাঁধা দেন জবর দখলদার আর ভূমিদস্যুরা। ভূমিদস্যুদের এমন হয়রানি থেকে বাঁচতে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের বরাবরে লিখিত আবেদন করেছেন মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহম্মেদ।

বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশীকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি দ্রুত যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহম্মদের একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং মুক্তিযোদ্ধা সাবেক প্রধান শিক্ষককে প্রয়োজনীয় সহায়তা প্রদাণ করা হবে বলেও জানান তিনি। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহম্মদের একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি দ্রুত সমাধানের জন্য পৌরসভার আইন উপদেষ্টা এ্যাডভোকেট আঃ সালাম ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ নাসিরকে দায়িত্ব দেয়া হয়েছে।

খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

তথ্য বিবরণী

করোনায় কর্মহীন মানুষের দুর্ভোগ লাঘবে মঙ্গলবার নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে একশত ৬০ জন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ডাল তেল। নড়াইলের জেলা প্রশাসক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

মাগুরা জেলা প্রশাসনের নিজস্ব বরাদ্দ হতে ৩০টি দুস্থ পরিবারের মাঝে পরিবার প্রতি সাত কেজি চাল এক কেজি করে ডাল বিতরণ করা হয়। এছাড়া জেলা ত্রাণ পুনর্বাসন দপ্তর একশটি পরিবারের প্রত্যেকটিকে পাঁচশত টাকার খাদ্যসামগ্রী প্রদান করে। সাতক্ষীরা জেলা প্রশাসনের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পর্যন্ত চার হাজার পরিবারের মাঝে ২০ লাখ টাকার ত্রাণ সামগ্রী এবং ভিজিএফ এর মাধ্যমে  তিন হাজার উপকারভোগী পরিবারের মাঝে ১৫ লাখ টাকা বিতরণ করা হয়।

যশোর জেলা প্রশাসনের উদ্যোগে পর্যন্ত ২৩ হাজার চারশত ৮০টি পরিবারের মাঝে এক কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকার ত্রাণ সামগ্রী এবং ভিজিএফ এর মাধ্যমে এক লাখ ৩৯ হাজার চারশত ৬০টি  উপকারভোগী পরিবারের মাঝে ছয় কোটি ২৭ লাখ ৫৭ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এপর্যন্ত পাঁচশত উপকারভোগী পরিবারের মাঝে দুই লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

খুলনায় পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন ৯৮ হাজার পাঁচশত ১২ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় মঙ্গলবার পর্যন্ত ৯৮ হাজার পাঁচশত ১২ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৬১ হাজার একশত ২৮ এবং মহিলা ৩৭ হাজার তিনশত ৮৪ জন। মোট দুই হাজার পাঁচশত ৬৫ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার দুইশত ৩৯ জন এবং নয়টি উপজেলায় মোট এক হাজার তিনশত ২৬ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ তিনশত ১৮ জন, বটিয়াঘাটায় দুইশত জন, দিঘলিয়া ৬৮ জন, ডুমুরিয়া তিনশত ২০ জন, ফুলতলা ৮০ জন, কয়রা ৬০ জন, পাইকগাছা একশত ৪০ জন, রূপসা ৮০ জন এবং তেরখাদায় ৬০ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার চারশত ৬৪ এবং মহিলা এক হাজার একশত এক জন। খুলনা সিভিল সার্জন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

বানিজ্যকে গতিশীল, রাজস্ব ফাঁকি রোধ শুল্কায়নে স্বচ্ছতা ফিরিয়ে আনতে “বিকম” নামে একটি নতুন সফটওয়্যার উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি

আমদানি রফতানি বানিজ্যকে গতিশীল, রাজস্ব ফাঁকি রোধ শুল্কায়নে স্বচ্ছতা ফিরিয়ে আনতে “বিকম” নামে একটি নতুন সফটওয়্যার উদ্বোধন করেছে বেনাপোল কাস্টমস হাউস। স্বাধীনতার ৫০ বছর পর প্রথম বেনাপোল কাস্টমস হাউসই  একমাত্র ডিজিটাল কাস্টম হাউসে উন্নীত হলো।

কাস্টমস সুত্র জানায়, মংগলবার জাতীয় রাজস্ব বোডের্র চেয়ারম্যান জুম মিটিং সফটওয়্যারের উদ্বোধন  করেন। আমদানি-রফতানি পন্যবাহী ট্রাক পন্যের তথ্য সংগ্রহ করতে জিরোপয়েন্টে ইতিপূর্বে কার্গো শাখায়  কাস্টমস ,বন্দর বিজিবি যৌথভাবে এনট্রি করতো। ফলে একটি ট্রাক বন্দরে প্রবেশ করতে সময় লাগতো ৩০ মিনিট। বর্তমানে বিকম সফটওয়্যারের মাধ্যমে বারকোড ব্যবহার করায় সময় লাগছে মাত্র মিনিট। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ট্রাক পণ্য আমদানি হয় ভারত থেকে। ভারতীয় এসব ট্রাকের অবস্থান কোন শেডে পন্য আনলোড হচেছ তা মুহুর্তেই জানা যাচ্ছে বিকমের মাধ্যমে। আমদানিকারক সিএন্ডএফ এজেন্ট’ঝুকিপূর্ন পণ্যের ঝুকি বিশ্লেষন দ্রুত সম্ভব। দেশের যে কোন স্থানে  অবস্থান করেও আমাদনি রফতানি পণ্যবাহি ট্রাকের সুনির্দিস্ট স্থান নির্ণয় করা যাচ্ছে।

মুহুর্তেই জানা যাচেছ, বাকেয়া রাজস্ব, ব্যাংক গ্যারান্টি , আন্ডারটেকিং সিএন্ড এফ এজেন্ট লাইসেন্স এর সকল তথ্য একযোগে যে কোন অফিসার জানতে পারছেন।

বেনাপোল কশিশনার আজিজুর রহমানের নির্দেশে  অতিরিক্ত কশিনার ড. নেয়ামুল ইসলামের একক প্রচেস্টায় বাংলাদেশে এই প্রথম কাস্টমস হাউসে বিকম সফটওয়্যার তৈরী করা সম্ভব হয়েছে। বর্তমানে ১৫ টি মডিউলের মাধ্যমে আমাদনি রফতানি বানিজ্য গতিশীল, শুলায়নে স্বচ্ছতা প্রতিদিন পাসপোর্ট যাত্রীদের যাতায়াত মনিটরিং, চোরাচালানী পন্য আটক সহ কাস্টমস বন্দরের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষন করছেন কমিশনার , অতিরিক্ত কমিশনার সহ জাতীয় রাজস্ব বোর্ড। বন্দরের গুদামে সংরক্ষিত বাজেয়াপ্ত মালামাল সমুহের অবস্থান নিশ্চিত করা। পণ্যের রাসায়নিক পরীক্ষার ফলাফল জালিয়াতি করা সম্ভব নয় ধরনের সপটওয়্যারে। ঝুকিপূর্ণ রাসায়নিক পন্য ডিটেক্ট করা সম্ভব দ্রুত।

জাতীয় চেয়ারম্যান দেশে নতুন এই সফটওয়্যার উদ্বোধনে বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, ধরনের সফটওয়্যার দেশের প্রতিটি কাস্টমস হাউসে প্রতিষ্ঠা করা হবে।

খুলনায় কর্মহীন নারী শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

তথ্য বিবরনী

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে করোনায় কর্মহীন খুলনা নগরীর পাঁচশত নারী শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মঙ্গলবার দুপুরে শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় জুমে সংযুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

প্রধান অতিথির বক্তৃতা সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ প্রতিরোধে যে নিদের্শনা দিয়েছেন তা সকলকে মানতে হবে। প্রয়োজনে মাস্ক পরিধান স্বাস্থ্যবিধি মানতে সকলকে বাধ্য করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রায় ৩৮ লাখ নি¤œ আয়ের প্রত্যেকটি পরিবারের মাঝে দুই হাজার পাঁচশত টাকা আর্থিক সহায়তা বিতরণ শুরু করেছেন। বর্তমান সরকারের আমলে কোন মানুষ না খেয়ে থাকবে না। পর্যায়ক্রমে নি¤œ আয়ের সকল মানুষ খাদ্য সহায়তা পাবে।

অনুষ্ঠানে নগরীর ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে বসবাসকারী পাঁচশত কর্মহীন নারী শ্রমিকের মাঝে চাল, ডাল, আলু, তেল, সবজি মুরগির মাংস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, খুলনার জাতীয় মহিলা সংস্থার চেয়ারপ্যাসন অধ্যাপিকা রুনু বিথার প্রমুখ উপস্থিত ছিলেন।

সাপের কাঁটা ফুটে পায়ে পচন, অপারেশন করাতে সাহায্যের আবেদন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরের এড়েন্দা গ্রামের দিনমজুর তৈয়ব আলীর ছোট ছেলে বাপ্পি ইসলাম (১৫)যশোরের কচুয়া হাইস্কুলমাঠ সংলগ্ন হাফিজিয়া মাদরাসা এতিমখানার ছাত্র বাপ্পি। স্ত্রী তিন সন্তান নিয়ে টানাটানির সংসার তৈয়বের। দিন এনে দিন খাওয়া পরিবারটির চলছিল মোটামুটি। কিন্তু বিপত্তি ঘটে দুইমাস আগে। তখন মাদরাসা মাঠে খালি পায়েফুটবল খেলতে গিয়ে বিষক্ত সাপের কাটা ফোটে বাপ্পির বাম পায়ে। এরপর দ্রুত পচন ধরে যায় পায়ের পাতায়।

কিশোর বাপ্পির পরিবার জানান, স্থানীয় ডাক্তার দেখিয়েকোন ফায়দা মেলেনি। পরে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ফিরোজ মাহমুদুলকে দেখানো হয়েছে। তিনি অপারেশন করে বাপ্পির পায়ের পচা মাংস ফেলে দেন। চিকিৎসক বলেছেন দ্রুত আরেকটি অপারেশন করাতে হবে।

তৈয়ব আলী বলেন, টানাটানির সংসারে কোন রকমে ছেলের ওষুধ কেনাটা চলছে। ভাল কোন হসপিটালে ভর্তি করাতে পারছিনা। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন করাতে। তাতে ২০ হাজার টাকা লাগবে। এতটাকা পাব কনে।

এদিকে বাপ্পির চিকিৎসার সহায়তা চেয়ে তার বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তিন দিন আগে। তারা বাপ্পির চিকিৎসা খরচ জোগাড় করার চেষ্টা করছেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয় আসার আহবান জানিয়েছেন তারা।

বাপ্পির চিকিৎসায় সহায়তা পাঠাতে পারেন তার পিতার এই নম্বরে- ০১৭৬৩৮৬৫৮৩৩ (নগদ)

বাপ্পির সহপাঠী মাহমুদুল হাসান সোহাগ জনায়,

দরিদ্র পিতা যা আয় করছেন তাতেই তার ঔষধ কেনা চলছে। সকলে মিলে অর্থ সংগ্রহ করে দিতে পারলে ঈদের পর বাপ্পির অপারেশন হবে,ইনশাআল্লাহ। বাপ্পি খুবই ভদ্র ছেলে।

মুখে সবসময় আল্লাহর নাম ছাড়া কথা নাই। তার ইচ্ছা সে একজন প্রকৃত হাফেজ হবেন। আল্লাহ তার মনের আশা পূরণ করুর। তাকে সুস্থ করে দিক।

নগরীতে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীতে এস এম নেওয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পরে সোনাডাঙ্গা মডেল থানাধীন ১নং বয়রা ক্রস রোডে ঘটনা ঘটে। নিহত নেওয়াজ সোনাডাঙ্গা মেইন রোডের এস এম শাহজাহানের ছেলে। নিহত নেওয়াজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশের সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পরে ১নং বয়রা ক্রস রোডের রুবির দোকানের সামনে একটি সেলুনে চুল-দাড়ি কাঁটাতে অপেক্ষা করছিলেন নেওয়াজ। সেখানে ১০-১২ জন ব্যক্তি এসে ধাওয়া দিয়ে সোনাডাঙ্গা আবাসিকের দিকে নিয়ে যায়, পরে এলোপাথাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। এসময় দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

একাধিক সূত্র জানায়, নেওয়াজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, চাঁদবাজি ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। র‌্যাব, পুলিশের কাছে একাধিকবার অস্ত্রসহ গ্রেফতার হলেও কিছুদিন পর আবারও জামিনে এসে বিভিন্ন অপরাধে যুক্ত হন তিনি। সোনাডাঙ্গা ময়লাপোতা, খাঁ-বাড়ি সোনাডাঙ্গা আবাসিক এলাকায় তিনি সাধারণ মানুষ তার কর্মকা-সর্বদা আতঙ্কিত।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নগরীর বয়রা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নেওয়াজ মোর্শেদ নামে এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তিনি আরও জানান, নিহত নেওয়াজের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র, মাদক ডাকাতির প্রস্তুতিসহ ৪টি মামলা রয়েছে।

যশোরে বিদ্যুায়িত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

যশোর অফিস

যশোরের উপশহর এফ ব্লকের বাসিন্দা জাকির হোসেনের ছেলে স্কুল ছাত্র আলাউদ্দীন (১১) বিদ্যুায়িত হয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (মে) বেলা ১২টায় যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে যশোর সদর উপজেলার নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, সকালে বৃষ্টির মধে তাদের টিনের ঘরের খুঁটিটি বিদ্যুায়িত হয়। এসময় সে  হাত দিলে সে বিদ্যুায়িত হয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) অনুপম রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আলাউদ্দীনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

যশোরে বোমাসহ বহু বিবাহের নায়ক গ্রেফতার

যশোর অফিস

বহু বিয়ের নায়ক মোস্তাক আহম্মেদ পাপ্পুর শারিরীক মানুষিক নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য বাপের বাড়িতে চলে আসায় বাপের বাড়িতে স্ত্রীকে মারপিটের উদ্যোগ নিলে প্রতিবাদ করায় প্রাণ নাশের হুমকী বোমা নিক্ষেপ করার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ নির্যাতনকারী মোস্তাক আহম্মেদ পাপ্পুকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার রামনগর বিহারী কলোনীর মোতালেব হোসেন দুলালের ছেলে।

সদর উপজেলার রামনগর বিহারী কলোনীর শওকত আলীর ছেলে মুরাদ হোসেন বাদি হয়ে সোমবার বিকেলে কোতয়ালি মডেল থানায়  দুলাভাই মোস্তাক আহম্মেদ পাপ্পুসহ অজ্ঞাতনামা ৪/জন উল্লেখ করে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন,বিগত ১৭/১৮ বছর পূর্বে তার বোন আফসানা পারভীনের সাথে মোস্তাক আহম্মেদ পাপ্পুর বিয়ে হয়। বিয়ের পর ঘর সংসার করাকালে আফসানা পারভীনের গর্ভে তিনটি মেয়ে সন্তান জম্ম গ্রহন করেন। মোস্তাক আহম্মেদ পাপ্পু প্রথম স্ত্রীর অমতে আরো ২টি বিয়ে করে ইতি পূর্বে। উক্ত বিষয়টি আফসানা পারভীন মোস্তাক আহম্মেদ পাপ্পুর মধ্যে সব সময় অশান্তি লেগেই থাকতো। পাপ্পু প্রায় সময় আফসানা পারভীনকে শারিরীক মানুষিক নির্যাতন করতো। গত মে সোমবার সকালে আফসানা পারভীন স্বামীর বাড়ি হতে বাপের বাড়িতে যেয়ে অবস্থান কালে সকাল টায় পাপ্পুসহ অজ্ঞাতনামা ৪/৫জন মুরাদ হোসেনের বাড়িতে ঢুকে আফসানা পারভীনকে মারধোর করার চেষ্টা করে। ভাই মুরাদ হোসেনসহ পরিবারের লোকজন প্রতিবাদ করলে পাপ্পু মুরাদ হোসেনকে জানে মেরে ফেলার হুমকী দেওয়ার এক পর্যায় একটি হাত বোমা নিক্ষেপ করে। বোমাটি অবিস্ফোরিত হওয়ায় পুলিশকে  খবর দেওয়া হয়। পুলিশ এসে বোমাটি উদ্ধার করে। পরে ব্যাপারে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হলে সোমবার রাত টার পর মোস্তাক আহম্মেদ পাপ্পুকে তার বাড়ি হতে গ্রেফতার করে। মঙ্গলবার মে পাপ্পুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোরে প্রতিবন্ধী কিশোরীর ইজ্জতের মুল্য লাখ ৬০ হাজার টাকা !

যশোর অফিস

যশোর শহরের ধর্মতলা খোলাডাঙ্গা এলাকার মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ করে লাখ ৬০ হাজার টাকা দিয়ে মামলা না করার হুমকি দেয়া হয়েছে। ধর্ষণকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে প্রতিবন্ধীর পিতার রড মিস্ত্রি মুখ খুলতে পারছে না।

স্থানীয়রা জানান, খোলাডাঙ্গা এলাকার মানসিক প্রতিবন্ধী (১৩) শুক্রবার দুপুর ১২টার দিকে একই এলাকার নূর আলীর ছেলে ছোট (১৫) এবং লুৎফর তার বাড়ির চারতলায় নিয়ে ধর্ষণ করে। এরপর প্রতিবন্ধী তার পিতাকে লুৎফর ছোট ব্যাথা দিয়েছে বলে জানায়। বিষয়টি বুঝতে পেরে কিশোরীর পিতা থানায় মামলা করার প্রস্তুতি নিলে প্রভাবশালী লুৎফর শুক্রবার সন্ধ্যায় বাসায় কথিত সালিশ বসিয়ে ক্ষতিগ্রস্থ কিশোরীর পরিবারকে ১লাখ ৬০হাজার টাকা দেয়া হয়। সালিশে মামলা বা অন্যকোন কিছু না করার জন্য হুমকি দেয়া হয়।

ঘটনায় কিশোরীর পিতার সাথে যোগাযোগ করা হলে তিনি তার প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে  টাকা দেয়ার কথা স্বীকার করেন। তিনি ভয়ে পুলিশকে জানাতে পারছেন না বলে দাবি করেছেন। বিষয়টি গোয়েন্দা পুলিশ জানলেও কোন কর্মকর্তা স্বীকার করেননি।

যশোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা

যশোর অফিস

যশোরে টিপু সরদার (৪৫) নামে একজন ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেছেন।

মঙ্গলবার (০৪ মে) দুপুর ১২টার দিকে শহরতলীর শেখহাটি ক্লাব মোড়ে হামলার ঘটনা ঘটে। টিপু সরদার শেখহাটির নাজির সরদারের ছেলে।

আহত টিপুর স্ত্রী বিথি বেগম বলেন, ছোট শেখহাটির তরিকুলের সাথে টিপুর বিরোধ ছিল। দুপুর ১২টার দিকে টিপু শেখহাটি ক্লাব মোড়ে যান। এসময় তরিকুল তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে টিপুর গলার বাম পাশে কোপ মারে। এসময় স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিতিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, টিপুকে প্রথমে হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। তার অবস্থা খুবই আশংকাজনক। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি মোঃ তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। মামলা পেলে গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ঝিকরগাছায় কপোতাক্ষ নদের সেতু পুনঃনির্মাণে অধিগ্রহণকৃত ভূমির স্থাপনা অপসারণ

যশোর অফিস

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর সেতু পুনঃনির্মাণে অধিগ্রহণকৃত ভূমির স্থাপনা অপসারণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত এসব স্থাপনা অপসারণ করেন। নিয়ে ঝিকরগাছায় মহাসড়কের দুইপাশে অধিগ্রহণকৃত ভূমির স্থাপনা দ্বিতীয়বার অপসারণ করা হলো।

স্থাপনা অপসারণকালে কপোতাক্ষ নদের সেতুর পূর্বপাশের জাহাঙ্গীর এন্টারপ্রাইজ, মৃত্যুঞ্জয় কুমার, জননী মার্কেট, আমেরিকান টাওয়ার, হাজী আফসার উদ্দীন মার্কেটের আংশিক শহীদুল্লাহ মহুরীর স্থাপনা অপসারণ করা হয়েছে। তবে হাজী আফসার উদ্দীন মার্কেটের পূর্বাংশের বেশ কিছু স্থাপনার ব্যবসায়ীগণ ভ্রাম্যমাণ আদালতে সময় প্রার্থনা করায় অপসারণ কার্যক্রম এক সপ্তাহ স্থগিত করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সড়ক জনপদ বিভাগের খুলনা জোনের এস্টেট আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় উপস্থিত ছিলেন সড়ক জনপদ বিভাগের প্রকল্প ব্যবস্থাপক (পশ্চিম) আশরাফুজ্জামান, প্রকল্প উপ ব্যবস্থাপক সৈয়দ গিয়াস উদ্দীনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা।

উল্লেখ্য, যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর সেতু পুনঃনির্মাণের লক্ষ্যে ২০১৯ সালে আগস্ট মাসে ২.৪০৩ একর ভূমি জেলা প্রশাসকের অনুকূলে অধিগ্রহণ করা হয়। কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্ষতিপূরণ প্রাপ্তির পরও কিছু মালিকগণ মৌখিক লিখিত তাগিদের সত্ত্বেও স্থাপনা অপসারণ না করায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করেন।

রূপসায় বখাটে যুবক কর্তৃক কিশোরী ধর্ষনের শিকার

 রূপসা প্রতিনিধি  :

 রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠভোগ গ্রামের এক বখাটে যুবক কর্তৃক এক কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। পুলিশ একদিনের ব্যবধানে ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পুলিশ জানায়, গত মে সকাল ১১ টার সময় পিঠভোগ গ্রামের এক কিশোরী (১৫) খালের পাশের রাস্তা দিয়ে দর্জির দোকানে যাচ্ছিল। সে উক্ত গ্রামের মোসলেম শেখের পুত্র রাজিব শেখ (৩০) এর বাড়ীর সমানে আসলে উক্ত যুবক কিশোরীকে জোরপূর্বক তার ঘরে নিয়ে যায় এবং ধর্ষন করে। পরবর্তী কিশোরী তার বাড়ীতে গিয়ে জানালে তার মাতা বাদী হয়ে রূপসা থানায় গত মে মামলা দায়ের করেন। রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে আসামী রাজিবকে পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে আটক করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা, রূপসা থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পান্ন হয়েছে এবং আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 আশাশুনিতে মোবাইল কোর্টে জনকে জরিমানা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ নেটপাটা দেওয়া মাস্ক না পরার অপরাধে জনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (মে) উপজেলার বড়দল ইউনিয়নে আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁনের নেতৃত্বে বড়দল ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনাকালে খালে অবৈধ নেটপাটা দিয়ে মাছ চাষ করার অপরাধে জামালনগর গ্রামের ছহিল উদ্দিন গাজীর পুত্র আঃ গফুর, মৃত হাজুলাল মন্ডলের পুত্র রনজিৎ মন্ডল রবীন্দ্র নাথ সানার পুত্র ঋদ্দি রঞ্জন সানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন গোয়ালডাঙ্গা বাজারে অজেদ সরদারের পুত্র ব্যবসায়ী রবিউল ইসলামকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। দোকান নিজে মাস্ক ব্যবহার না করা দোকানে ভীড় করে মাস্ক পরিহিত নয় এমন খরিদ্দারের কাছে মাল বিক্রয় করার অপরাধে তাকে জরিমানা করা হয়। এসময় পিআইও সোহাগ খান, এসআই মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (মে) ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কমিটি গঠন করা হয়

মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাতক্ষীরা প্রেসক্লাব সদস্য আইয়ুব হোসেন রানা। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণার পর সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক রাবিদ মাহমুদ চঞ্চলকে সভাপতি, আব্দুস সামাদ বাচ্চুকে সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় রিপোর্টার্স ক্লাব সদস্য এম এম সাহেব আলি, আহসান উল্লাহ বাবলু, আনিছুর রহমান বাবলা, আলমিন হোসেন ছোট্ট, গাউসুল আজম, নুরুল ইসলাম, রনোদা প্রসাদ মন্ডল উপস্থিত ছিলেন। আগামী ২৩ মে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

গাছ ফেলে গৃহ ভেঙ্গে তছনছ ড্রেন করার নামে ১৭টি সরকারি গাছ কর্তন!

আশাশুনি প্রতিনিধি

খাস জমির গাছ কাটা দন্ডনীয় অপরাধ হলেও ড্রেন করার নামে অনেকগুলো গাছ কেটে সাবার করার অভিযোগ পাওয়া গেছে। সাথে সাথে কেটে দেওয়া গাছ ঘরের উপর পড়ায় ঘর ভেঙ্গে তছনছ হয়ে গেছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গাছ জব্দ করেছেন। ঘটনা ঘটেছে সদর উপজেলার উত্তর জোড়দিয়া গ্রামে।

উত্তর জোড়দিয়া গ্রামের জসিমের দোকান হতে নাফিল সানার বাড়ি পর্যন্ত সড়কের পাশে বদ্দি পাড়ার মানুষের শতাধিক বছরের যাতয়াতের রাস্তা রয়েছে। রাস্তার পাশে মোবারক হোসেনের পুত্র নেয়ামত আলির বংশ পরম্পরার লাগানো গাছের মালিক। স্থানীয় ইউপি সদস্য আঃ রাজ্জাক পানি নিস্কাশনের ড্রেন করার নামে ১৭টি মেহগনি, নারিকেল, জাম আম গাছ কেটে সাবাড় করে ফেলেছেন। কর্তন করা গাছ পাশের সাইফুল ইসলামের বসতঘরের উপর পড়লে খোলা চাল ভেঙ্গে তছনছ হয়ে গেছে। ফলে নেয়ামত দিং যেমনি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি সাইফুল ইসলাম গৃহ ভেঙ্গে যাওয়ায় বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। ব্যক্তি মালিকানা কিংবা খাস জমিতে লাগানো গাছের অধিকার সরকারের গাছ লাগানো ব্যক্তির থাকে। কিন্তু সরকারি গাছ কর্তনের নিয়ম নীতির তুয়াক্কা না করে নির্বিচারে গাছ কেটে ফেলানো এবং গাছ লাগানো মালিককে নক আউট করে দেওয়ার ঘটনায় এলাকাবাসী হতবাক হয়ে গেছে।

এব্যাপারে স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যতীন্দ্র নাথ জানান, গাছগুলো সরকারি জমির। গাছ মেম্বার সাহেবের কাটার এখতিয়ার নেই। গাছগুলো জব্দ করে স্থানীয় যুবলীগ নেতা আঃ মান্নানের জিম্মায় রাখা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি সদস্য আঃ রাজ্জাক বলেন, সরকারি জমির উপরের গাছ, ড্রেন করার জন্য কর্মসূচির লোকদ্বারা কেটে নেওয়া হয়েছে। সরকারের অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে অনুমতি না নেওয়ার কথা স্বীকার করে বলেন, গাছ না কাটা হয়েছে। তবে ঘর ভেঙ্গে গেছে তার কি হবে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার উদ্যোগে ঈদ সামগ্রী, ঈদবস্ত্র স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

সার্কভুক্ত বিভিন্ন দেশ সংস্থা কর্তৃক অনুমোদিত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার উদ্যোগে পবিত্র রমজানুল মোবারক ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী, এতিম শিশুদের ঈদবস্ত্র, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কোরআন শরীফ জায়নামাজ তসবিহ করোনা মহামারী থেকে আত্মরক্ষার্থে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন  করা হয়।

সংগঠনের খুলনা মহানগর সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অদ্য ০৪ মে মঙ্গলবার দুপুর টায় নগরীর ইকবাল নগরস্থ বর্ণমালা শিশু শিক্ষালয় চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন এবং আমন্ত্রিত মেহমান ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য অবসরপ্রাপ্ত পরিচালক ডাঃ এ. টি. এম. মঞ্জুর মোর্শেদ।

সংগঠনের নেতৃবৃন্দ রমজানের শেষ দশক অবধি শহরের বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে অসহায় দুঃস্থদের মাঝে  এবং মসজিদ মাদ্রাসায় এই সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন। অতিথিবৃন্দ এই সংগঠন এবং মানবিক  কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। একই সাথে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি অধিকতর জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা গ্রহণের জন্য মানবাধিকার সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান।

ফাউন্ডেশনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক এম. এ. মান্নান বাবলুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেনÑআলহাজ্ব রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন, আব্দুস সালাম শিমুল, মোঃ আজিজুল হক, হুমায়ুন কবির বালি, ইনামুল হক সবুজ, এইচ এম জহিরুল ইসলাম, মোঃ হাসানুর রহমান তানজির, এসকে রানা আহমেদ, মোঃ বদিউজ্জামান লাবলু, এসকে এমডি বাহালুল আলম, মোঃ মনির হোসেন, মোঃ রকিব উদ্দিন মোল্যা, শায়খুল ইসলাম বিন হাসান, কাজী আব্দুল মান্নান, মোঃ সোহাগ হোসেন, ইউনুস সানা, রাশিদা হক মুক্তা, নাঈম ফারহান এবং বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন বর্ণমালা শিশু শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ মনির হোসেন।

বঙ্গবন্ধু পরিষদ খালিশপুর থানার জরুরী সভা

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর অর্ন্তগত খালিশপুর থানার আহবায়ক কমিটির জরুরী সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পরিষদের খুলনা মহানগর যুগ্ম সাধারন সম্পাদক খালিশপুর থানার আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী কাজী হাসনাত হোসেন কমিট। প্রধান অতিথির বক্তব্য রাখেন খালিশপুর থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পরিষদের খালিশপুর থানার যুগ্ম আহবায়ক আলহাজ্ব এস এম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন পরিষদের মহানগর সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ নুর হোসেন, আয়কর আইনজীবি সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড.নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন পরিষদের খুলনা মহানগর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলিনুর হোসেন মাতুব্বর। বিশেষ বক্তা ছিলেন পরিষদের খুলনা মহানগর দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম। মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক থানা সদস্য সচিব মোঃ আওলাদুল আমিন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন এসএম আজমল হক। খন্দকার হুমায়ুন কবির, মুন্সি মাহাবুব, মোসাঃ জাহানারা জ্যোতি, সাহানারা খানম প্রিয়া, এ্যাড.জলি, অধ্যা. হাবিবুর রহমান, ক্যপ্টেন (অবঃ) আলতাফ হোসেন, ডা. আবুল কালাম আজাদ, শিল্পী বেগম, নিপা খাতুন, কাজী ফয়সাল হক জনি, মাছুদ রানা, আকবর হোসেন, নিজাম উদ্দিন, কাজী রায়হান হোসেন রুপম প্রমুখ। সভায় বক্তাগন বলেন বঙ্গবন্ধু পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের পেশজীবি, সামাজিক ব্যক্তিদের নিয়ে গঠিত। খালিশপুর অঞ্চল হচ্ছে বঙ্গবন্ধুর সৈনিকদের ঘাঁটি। এই অঞ্চলের সুশিল পেশাজীবি ব্যক্তিদের নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিকদের নিয়ে বাংলাদেশ আ’লীগ খুলনা মহানগর এর খালিশপুর থানা এলাকায় বসবাসরত নেতৃবৃন্দ খালিশপুর থানা আ’লীগের নেতৃবৃন্দের দিক নির্দেশনা অনুযায়ী থানা প্রতিটি ওয়ার্ড কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য যুবরাজ শেখ সোহেলের রতœগর্ভা মা বেগম রিজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা দোয়া করা হয়।

মাত্তমডাঙ্গায় প্রধান শিক্ষকের বাড়িতে  চুরি

ফুলবাড়ীগেট ( খুলনা) প্রতিনিধি

নগরির খানজাহান আলী থানাধীন আটরা এজিএম প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেনের মাত্তমডাঙ্গার  বাড়িতে   মে সামবার   গভির রাতে চুরি হয়েছে, ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী লিপি খাতুন খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ করেছেন , অভিযোগ সুত্রে জানা যায় প্রধান শিক্ষকের পুত্র সাকিব (১৯) এর বসতঘরের জানালা দিয়ে চোরেরা কৌশলে একটি ল্যাপটপ, দুইটি মোবাইল চুরি সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে যায় ।  এলাকাবাসি জানান থানা এলাকায় মাদক ব্যাবসায়ি সেবন কারি বেড়ে যাওয়ায় এবং পুলিশি টহল না থাকায়  প্রতিনিয়ত এলাকায় চুরি, ছিনতাই সহ নানা অপকর্ম বেড়েই চলেছে ।  এলাকাবাসি প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন

ইসলামী আন্দোলন খানজাহান আলী থানা শাখার ইফতার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন

 ফুলবাড়ীগেট ( খুলনা) প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী আন্দোলন খানজাহান আলী থানা শাখার উদ্যোগে মঙ্গলবার বাদ আছর ফুলবাড়ীগেট বাসষ্টান্ড, কুয়েট রোড টিবি হাসপাতাল এলাকায় ছিন্নমুল ,অসহায় দুস্থদের মাঝে ইফতার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন কর্মসুচি পালন করা হয় সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থান  ইসলামী আন্দোলনের সভাপতি মঈনউদ্দিন ভুইয়া, সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন, ছাত্র আন্দোলনের সভাপতি রিয়াজ হাওলাদার, সেক্রেটারি মহিবুল্লাহ, যুব আন্দোলনের নাজিম হাওলাদার, নাইম, মোস্তফা প্রিন্স, নজরুল হুদা, অহিদুল ফকির, মোস্তফা হোসেন, সাব্বির হোসেন, ইউনুছ আলী, সাইফুল ইসলাম প্রমুখ

কুয়েট শিক্ষা সহায়ক সপ্ন পুরনের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ঈদুল ফিতরে উপহার সমগ্রী বিতরন

ফুলবাড়ীগেট ( খুলনা) প্রতিনিধি

 কুয়েট শিক্ষা সহায়ক সপ্নপুরনের উদ্যোগে মে মঙ্গলবার মরনব্যাধী করেনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া রিক্সা, ভ্যান চালক সাধারন মানুষের মধ্যে পবিত্র মাহে রমজান ঈদুল ফিতর উপলক্ষে ৩শত ৩০ টি  পরিবারের মধ্যে  উপহার হিসেবে । ( পোলাও চাল, তেল , আলূ , সেমাই , চিনি, ছোলা, মুড়ি, ) ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরন করা হয় সকাল ১০ টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে  কুয়েটের প্রফেসর ড. রাফিজুল ইসলামের পরিচালনায় সময় উপস্থিত ছিলেন সোনালি বিনতে শরিফ, বেগ শিবলি সহ অনন্য নেতৃবৃন্দ

ঝিনাইদহে স্বাস্থ্যবিধি মেনে গণ পরিবহন পণ্য পরিবহণ চালুর দাবিতে স্বারকলিপি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি-

স্বাস্থ্যবিধি মেনে গণ পরিবহন পণ্য পরিবহণ চালুর দাবিতে ঝিনাইদহে স্বারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন ঝিনাইদহ জেলা বাস মিনিবাস বাস মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। স্বারকলিপিতে দাবি করেন, স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান খাদ্য সহায়তা করতে হবে, সারাদেশে বাস ট্রাক টার্মিনাল গুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় এম এস এর চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বাস মিনিবাস বাস মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খান সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকনসহ নেতৃবৃন্দ।

ঝিনাইদহে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে কৃষকের এ্যাপসের মাধ্যমে নিবন্ধনকৃত বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করীম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি উজ্জল হোসেন, যুবলীগ নেতা রোকনুজ্জামান রিপন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করীম জানান, চলতি মৌসুমে জেলার সদর, শৈলকুপা কালীগঞ্জ উপজেলায় কৃষকের এ্যাপসের মাধ্যমে হাজার ৫’৮৮ মেট্টিকটন ধান ২৭ টাকা কেজি দরে কেনা হবে। এছাড়াও জেলায় মোট ধান সংগ্রহ করা হবে ১১ হাজার ৪’৫৯ মেট্টিক টন। আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে ধান সংগ্রহ অভিযান।

ফকিরহাটে এক কেজি গাজাসহ দুই মাদক কারবারী আটক

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে এক কেজি গাজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছেন র‌্যাব-৬ এর একটি দল। ফকিরহাট মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা র‌্যাব-৬ এর একটি দল গোপনে খবর পেয়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাটাখালী এলাকায় বিশেষ এক অভিযান চালিয়ে গাজাসহ দুই মাদক কারবারীকে আটক করে। আটককৃতরা হলো খুলনা লবনচোরার জিন্নাপাড়ার হারুন মিয়ার ছেলে রিয়াজ মিয়া (৩০) ও লবনচোরার মোল্লাপাড়া এলাকার চান মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। 

ফকিরহাটে নারীকে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে চুরির অভিযাগে মমতাজ বেগম নামে মধ্যবয়সী এক মহিলাকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনায় নির্যাতিতা ওই নারী ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সোমবার রাতে ফতেমা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে। পুলিশ স্থানীয়রা জানায়, রোববার দুপুরে ফকিরহাটের সদর বাজারে নিউ ষ্টুডেন্টস টেইলার্স থেকে কাপড় চুরির অভিযোগে কয়েকজন নারী-পুরুষ মিলিত হয়ে মমতাজ বেগমকে পিঠমোড়া দিয়ে বেঁধে মারপিট করে। এসময় ওই নারী বার বার বলেন তিনি চুরি করেননি। তিনি কাপড় কিনতে এসেছে। তারপরও তাঁকে মারপিট চুল কেটে দেয়া হয়। ঘটনায় তিনি ৩/৪জন অজ্ঞাতনামা আসামী করে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। নির্যাতিত মমতাজ বেগম ঝালকাঠী জেলার রাজাপুরের আলগী শিকদার বাড়ী এলাকার মৃত: বারেক শিকদারের স্ত্রী। এদিকে ঘটনার দিন অর্থাৎ রোববার চুরির অভিযাগে নির্যাতিত উক্ত নারীকে আসামী করে ব্যবসায়ী আ: রশিদ শেখ সংশ্লিষ্ট থানায় একটি চুরি মামলা করেন। ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুর আনাম বলেন, পৃথক দুইটি মামলা হয়েছে। পৃথক মামলায় দুইজন আটক হয়েছে। মামলা দুইটি তদন্তধীন রয়েছে। ##

চুলকাটি প্রেসক্লাব এর কার্য নির্বাহী কমিটির প্রথম সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাব এর কার্যনির্বাহী কমিটির প্রথম সভা মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কার্য নির্বাহী কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া শাওন, তথ্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সোবহান, অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাশ, কার্যনির্বাহী কমিটির সদস্য শিশির শিকদার, শেখ মিজানুর রহমান মিঠু, বিপুল কুমার দেবনাথ, মোঃ আরিফুজ্জামান ঢালী, সাধারন সদস্য সেকেন্দার আলী মোড়ল বাতশা আলম প্রমুখ। সভায় প্রতি মাসের শেষ সপ্তাহের ২৯,৩০ ৩১তারিখ বিকাল ৫টায় মাসিক সভা, আগামী শুক্রবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে ইফতার মাহফিল, বিগত কমিটির আয় ব্যায় সম্পর্কে আলোচনা এবং অবকাঠামোগত নানা উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করে একটি সিধান্ত গ্রহন করা হয়।

ঘরে বসেই বিনামুল্যে অক্সিজেন সেবা পাবে ঝিনাইদহ পৌরবাসী

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –

ঘরে বসেই বিনামুল্যে অক্সিজেন সেবা পাবেন ঝিনাইদহ পৌরসভার অসহায়, দরিদ্ররা। মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সহযোগিতায় নবগঙ্গা রক্ষা পরিষদ ঝিনুকদহ ভাষা পরিষদ নামের টি স্বেচ্ছাসেবী সংগঠন কর্মসূচী হাতে নিয়েছে। ঝিনাইদহ পৌরসভার এলাকার অসহায় দরিদ্র মানুষ যারা করোনায় আক্রান্ত হয়েও হাসপাতালে যেতে পারছেন না। অর্থের অভাবে অক্সিজেন সিলিন্ডার কিনতে পারছেন তারা তারা হটলাইনের মাধ্যমে যোগাযোগ করলে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। নবগঙ্গা রক্ষা পরিষদ ঝিনুকদহ ভাষা পরিষদ এবং পৌরসভা নিজস্ব পরিবহণ ব্যবস্থার মাধ্যমে তাদের বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গৌর্কী, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শিপন জোয়ার্দ্দার, নবগঙ্গা রক্ষা পরিষদের প্রধান উপদেষ্টা মাসুদ আহম্মেদ সঞ্জু, যুগ্ম আহ্বায়ক খান জাহান আলী, সদস্য রাশেদুল ইসলাম পরাগ,আহাদসহ অন্যান্যরা।

০১৭১২-৬০০৪৭১ (গাউস গোর্কী), ০১৭১২-৬১৭৯৮৮ (শিমুল), ০১৯৭২-১২০৮১২ (শিপন) ০১৮৮১-১৬০৫৯৯ (খান জাহান আলী) এই মোবাইল নম্বরে যোগাযোগ করলে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে বলে আয়োজকরা জানিয়েছেন।

চলে গেলেন গুণী শিক্ষক অধ্যাপক তহুরা খাতুন

যশোর অফিস

চলে গেলেন গুণী শিক্ষক এক রতœাগর্ভা মা অধ্যাপক তহুরা খাতুন তরী। তিনি যশোরের শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলার অধ্যাপক ছিলেন। মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ  হলে তাকে ঘোপ নওয়াপাড়া রোডের বাসভবন থেকে কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সােেড় নয়টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)তিনি বার্ধক্যজনিত নানান অসুখে ভুগছিলেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, তিনকন্যা অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এককন্যা দেশের প্রখ্যাত নাট্যকার, যশোর সাহিত্য পরিষদের সদস্য কবি ইফ্ফাত আরেফিন এবং অপর দুই কন্যা সরকারি উচ্চপদস্থ প্রথম শ্রেণির কর্মকর্তা।

অধ্যাপক তহুরা খাতুন তরীর মৃত্যুতে যশোর সাহিত্য পরিষদের সদস্য শুভানুধ্যয়ী গভীর শোক প্রকাশ এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

যবিপ্রবির কর্মচারী চিন্ময় মল্লিকের মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক

যশোর অফিস

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল (সিএসই) বিভাগের সিনিয়র ল্যাব অ্যাটেনডেন্ট চিন্ময় মল্লিকের মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

চিন্ময় মল্লিকের স্ত্রী পিংকি মন্ডল জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিন্ময় মল্লিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৩৫ বছর। চিন্ময় মল্লিক বেশ কিছুদিন ধরে দুরারোগ্য কিডনিজনিত রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর গ্রামের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এক শোক বার্তায় অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, চিন্ময় মল্লিক যবিপ্রবিতে নিয়োগপ্রাপ্ত প্রথম সময়ে কর্মচারীদের মধ্যে একজন ছিলেন। বিশ^বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর অবদান ছিল অপরিসীম। তাঁর অকাল প্রয়াণে যবিপ্রবি পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর আত্মার সদ্গতি কামনা করছি। একইসঙ্গে তাঁর পরিবার-পরিজন সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এদিকে চিন্ময় মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি কর্মচারী সমিতি। একইসঙ্গে কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগ পরিবার, যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও তাঁর প্রয়াণে গভীর শোক দুঃখ প্রকাশ করেছে।