মানবিক কর্মসূচীর ধারাবাহিকতায় নগরীর রূপসা ট্রাফিক মোড়ে প্রায় দের’শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরন করেন খুলনা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের সংগঠন “গোল্ডেন জেনারেশন অব কেজেডএস”। কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও জিলা স্কুলের ১৯৯১ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থী চৌধুরী রায়হান ফরিদ, ১৯৭৭ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থী শাহজাহান কচি।
কর্মসূচী ইবনুল হাসানের সভাপতিত্বে ও তানভীর বারী হামিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়ার রোহান, মোস্তাকিন রাফাত, জহুরুল তানভীর, ইমতিয়াজ ইফতি, মাশরুর লাবিব, প্রথম চৌধুরী, অভিজিৎ রাহুল, আব্দুল্লাহ সাদাফ, তওরীদ সিফাত, ইফাজ জোয়ার্দার প্রমুখ।
সংগঠনের পক্ষে হাসানুল সাকী জানান, আমাদের মানবিক কর্মসূচী ধারাবাহিক ভাবে ৬দিন সাধারন মানুষের মাঝে ইফতার এবং ৫০ জনের মাঝে ঈদ বাজার ও ১০০ এতিমদের মাঝে ঈদ উপহার বিতরন করা হবে।
এসময় জেলা পরিষদ সদস্য চৌধুরী রায়হান ফরিদ জেলা স্কুলের সংগঠনটির সদস্যদের নিকট স্যানিটাইজ এবং মাস্ক উপহারস্বরূপ তুলে দেন ।
– খবর বিজ্ঞপ্তি: