বাগেরহাট জেলার কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান আর নেই। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০৫ মে) বিকেল পৌনে পাঁচটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দুই মেয়ে, দুই ছেলে ও তিন স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন রেখে গেছেন।
সন্ধ্যায় মরহুমের স্বজনরা মরদেহ নিয়ে কচুয়ার সাইনবোর্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাড়িতে পৌছানোর পরে জানাজার সময় জানানো হবে বলে জানিয়েছেন মরহুমের বড় ছেলে এসএম মেহেদী হাসান বাবু।
এস মাহফুজুর রহমান বেশকিছুদিন ধরে শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছিলেন। সব শেষে এপ্রিল মাসের প্রথম দিকে খুলনার সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখা চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে (২ মে) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এই জনপ্রিয় নেতাকে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সর্বপ্রথম কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
২০১৪ সালেও তিনি একই দলের প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৯ সালের সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মত তিনি কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। যুবক বয়সে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন এসএম মাহফুজুর রহমান।