বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার সুপারিশ

4
Spread the love

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সুপারিশ করেছে তার মেডিকেল বোর্ড। মঙ্গলবার (মে) বিএনপি চেয়ারপারসনের সংশ্লিষ্ট সূত্রগুলো তথ্য জানিয়েছে।

এদিন খালেদা জিয়ার শরীরের অবস্থা পর্যালোচনা করতে গঠিত মেডিকেল বোর্ড সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠক করে।

জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড মনে করে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া অত্যন্ত জরুরী। তবে তার শারিরীক অবস্থা আগের চেয়ে ভালো। ফুসফুসের পানি কমেছে। তবে অক্সিজেন সাপোর্ট এখনো চলছে।

তবে বিষয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেনকে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।