মাগুরা সদর হাসপাতালে পানি সংকট, ভোগান্তিতে রোগীরা

3
Spread the love

মাগুরা সদর হাসপাতালে একটিমাত্র নলকূপ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী তাদের স্বজনরা। রোগী, কর্মকর্তা-কর্মচারী মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীসহ আশপাশের দোকানীদের একমাত্র ভরসা নলকূপ। ফলে পানি সংকটে পড়তে হচ্ছে তাদের।

রোকেয়া নামে এক রোগীর স্বজন বলেন, হাসপাতালে রোগী রেখে লম্বা লাইন দিয়ে পানি আনা কষ্টকর রোগীর জন্য অনিরাপদ। এছাড়াও নলকূপের আশপাশে কোনো আলোর ব্যবস্থা না থাকায় পানি সংগ্রহে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নুর-জাহান নামের আরেক রোগীর স্বজন বলেন, মাঝে-মধ্যে লম্বা সিরিয়াল একটিমাত্র নলকূপ অধিক ব্যবহারের ফলে নষ্ট হয়ে যায়। তখন পানি কিনে খেতে হয়। আবার অনেক সময় টাকা না থাকলে দূরে মানুষের বাসা-বাড়ি থেকে পানি সংগ্রহ করতে হয়। সকলে মিলে একটি নলকূপ ব্যবহার করার কারণে প্রায়ই এটি নষ্ট হয়ে যায়।

ব্যাপারে মাগুরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার বিকাশ কুমার সিকদার বলেন, নতুন পুরাতন বিল্ডিংয়ের মাঝে একটি পানির নলকূপ থাকায় রোগী তাদের স্বজনরা যত্রতত্র বর্জ্য ফেলায় পরিবেশ নষ্ট হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার স্বপন কুমার কু-বলেন, হাসপাতালের নতুন বিল্ডিংয়ের সামনের নলকূপটি অপসারণ করে সেখানে রোগীদের জন্য হাইস্পিড অক্সিজেনের সিলিন্ডার প্ল্যান স্থাপন করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি