মাগুরা সদর হাসপাতালে একটিমাত্র নলকূপ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। রোগী, কর্মকর্তা-কর্মচারী ও মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীসহ আশপাশের দোকানীদের একমাত্র ভরসা এ নলকূপ। ফলে পানি সংকটে পড়তে হচ্ছে তাদের।
রোকেয়া নামে এক রোগীর স্বজন বলেন, হাসপাতালে রোগী রেখে লম্বা লাইন দিয়ে পানি আনা কষ্টকর ও রোগীর জন্য অনিরাপদ। এছাড়াও নলকূপের আশপাশে কোনো আলোর ব্যবস্থা না থাকায় পানি সংগ্রহে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নুর-জাহান নামের আরেক রোগীর স্বজন বলেন, মাঝে-মধ্যে লম্বা সিরিয়াল ও একটিমাত্র নলকূপ অধিক ব্যবহারের ফলে নষ্ট হয়ে যায়। তখন পানি কিনে খেতে হয়। আবার অনেক সময় টাকা না থাকলে দূরে মানুষের বাসা-বাড়ি থেকে পানি সংগ্রহ করতে হয়। সকলে মিলে একটি নলকূপ ব্যবহার করার কারণে প্রায়ই এটি নষ্ট হয়ে যায়।
এ ব্যাপারে মাগুরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার বিকাশ কুমার সিকদার বলেন, নতুন ও পুরাতন বিল্ডিংয়ের মাঝে একটি পানির নলকূপ থাকায় রোগী ও তাদের স্বজনরা যত্রতত্র বর্জ্য ফেলায় পরিবেশ নষ্ট হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার স্বপন কুমার কু-ু বলেন, হাসপাতালের নতুন বিল্ডিংয়ের সামনের নলকূপটি অপসারণ করে সেখানে রোগীদের জন্য হাইস্পিড অক্সিজেনের সিলিন্ডার প্ল্যান স্থাপন করা হয়েছে।
– মাগুরা প্রতিনিধি