খুলনার বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মরহুম আশরাফ উদদীন মকবুল ভাইয়ের ৫ম মৃত্যু বার্ষিকী আগামীকাল ।
তিনি ২০১৬ সালে ৪ মে ইন্তেকাল করেন। আশরাফ উদদীন মকবুল ঢাকা বিশব্বিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সাবেক জি এস ও খুলনা প্রেসক্লাবের যাটের দশকে সভাপতির দায়িত্ব পালন করেন।
-স্টাফ রিপোর্টার