খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর ছাত্রদলের ইফতার বিতরণ

7
Spread the love

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং শারীরিক সুস্থতা কামনা করে দৌলতপুর থানা এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর রোজাদারদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে। খুলনা-আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় কর্মসূচির আয়োজন করে খুলনা মহানগর ছাত্রদল। সোমবার মে বাদ আসর আঞ্জুমান ইদগাহ ময়দানে অনুষ্ঠিত কর্মসূচি থেকে দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মহানগর ছাত্রদলের আহবায়ক ইশতিয়াক আহমেদ ইসতির সভাপতিত্বে এবং সদস্য সচিব তাজিম বিশ^াসের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মো” হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েত উল্লাহ দীপু, রিয়াজুল ইসলাম খান মুরাদ, ওহিদুজ্জামান খান, কাজী আসিফুর রহমান, স্বপন রহমাতুল্লাহ, পারভেজ হাসান মিজান, আলী আকবর, মো” মাজহারুল ইসলাম, তরিকুল ইসলাম নকিব, আব্দুর রহিম বাদশা, সরদার মাহিম উল হক, মো” ইউসুফ শেখ, মিজানুর রহমান মৃদুল, ইলিয়াস সরদার। দৌলতপুর থানা ছাত্রদল নেতা মো” আল আমিন লিটন, আহমেদ আল রাকিব, জুবায়ের হ্সাান রাফি, সোহেল, রিপ্তি, রাকিব, আশিক, মান্না, হৃদয়, মারুফ। বিএল কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান, ইয়াসিন গাজী, সাজিদ, ইভান, ডে নাইট কলেজ ছাত্রদল নেতা মো” রবিউল ইসলাম, জনি, রাজিব, সাগর।

অন্যান্য ইউনিট ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শুভ কুমার দাস, স্বপন হাওলাদার, ইসরাইল হোসেন জিসান, শেখ মারজান, হাফেজ মো” আসাদুল, মো” বেলাল হোসেন, মহিউদ্দিন তালিম, রিপন শিকদার, মো” রনি, নাজের মাহমুদ নিবিড়, সাকিব রিজভী, জাহিদ হাসান পাপ্পু, রিয়াদ প্রমুখ।

খবর বিজ্ঞপ্তি