করোনার এ দূর্যোগকালীন সময়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কয়রা উপজেলা সদরের দুই শতাধিক দুস্থ, অসহায়, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ব্যক্তিগত অর্থায়ানে বিতরণ করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু । গত রবিবার সকাল ১১টায় কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের আয়োজনে প্রধান অতিথি হিসাবে নিজে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি। এসময় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন,করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বে সবকিছু স্থবির হলেও বাংলাদেশের উন্নয়ন থামেনি। বরং করোনাকালেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রাণঘাতী করোনা মোকাবিলায় নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বাস্তবায়িত বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচির জন্য দেশের মানুষ শান্তিতে আছে। আ’লীগ সরকার অসহায় দুস্থদের সরকার।
আ’লীগ সরকার সকল শ্রেণীপেশার মানুষের সরকার। এ সরকার সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে চিন্তা করেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার সবসময় দেশের জনগণের পাশে আছেন, থাকবেন। তিনি আরও বলেন,আমার যা কিছু আছে কয়রা-পাইকগাছা মানুষের কল্যাণে ব্যয় করতে চাই। আমি চাই কয়রা-পাইকগাছার গরিব দুঃখী মানুষ যাতে অভুক্ত না থাকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে, ততদিন আমি আমার সাধ্য মতো তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করবো। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কয়রা উপজেলা আওয়ামীলের সভাপতি জি এম মোহসিন রেজা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারন জাফরুল ইসলাম পাড়,সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, আওয়াম ীলীগ নেতা মাস্টার খায়রুল আলম, আবদুস সামাদ গাজী, জিয়াদ আলী শ্রমিকলীগের সভাপতি মাস্টার আব্দুল হালিম,সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহ উদ্দিন মাছুম, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সাধারন সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।
-খবর বিজ্ঞপ্তি