বাজারে আবারও বেড়েছে তেল ও পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পাঁচ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পাশাপাশি বেড়েছে ভোজ্যতেলের দাম।
বৃহস্পতিবার এসব পণ্যের দাম বাড়ার সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার মূল্যতালিকায় লক্ষ করা গেছে।
টিসিবির তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৩ দশমিক ৩৩ শতাংশ বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে সপ্তাহের ব্যবধানে ৭ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন সাত দিনের ব্যবধানে ১ দশমিক ২৩ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেল এক লিটার সপ্তাহের ব্যবধানে ৩ দশমিক ৭৭ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে।
রাজধানীর খুচরা বাজারের বিক্রেতারা জানান, প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১২৬-১২৭ টাকায়, যা সাতদিন আগে ছিল ১২৩-১২৪ টাকা। বোতলজাত সয়াবিন প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৩৫ টাকা।
তেলের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে তারা বলেন, গত বছর থেকেই বাইরের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার কারণে দেশের বাজারে মিল পর্যায় থেকে দাম বাড়ানো হয়েছে। যে কারণে খুচরা বাজারেও দাম বেড়েছে। তবে কয়েকদিন আগে কিছুটা কমলেও আবারও বাড়তে শুরু করেছে।
খুচরা বিক্রেতারা জানান, বৃহস্পতিবার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪৫ টাকা, যা সাতদিন আগে ছিল ৪০ টাকা। পাশাপাশি আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩৫ টাকা।
পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মিরপুরের পেঁয়াজ বিক্রেতা কামাল হোসেন বলেন, ভারতের থেকে পেঁয়াজ আসা কমার অজুহাতে পাইকাররা আমদানি করা পেঁয়াজের দাম বাড়িয়েছে। পাশাপাশি দেশি পেঁয়াজও বাড়তি দরে বিক্রি করছে।
-ঢাকা অফিস