রূপসায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৪ জন আহত

1
Spread the love

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জন গুরুতর জখম হয়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে গত ২৯ এপ্রিল সকাল ১১ টায় প্রতিবেশি মৃত মধুসুদন দাসের ছেলে সন্তোস দাস (৫০) মনোজ দাস (৪৮)সহ জনতায় বদ্ধ হয়ে কতিপয় সন্ত্রাসী একই গ্রামের  যদুনাথ এর ছেলে সুভাষ দাস (৫৫) শ্রীবাস দাস (৫০) এবং শ্রীবাস দাশের ছেলে শুভোদ দাস (২৫) এবং যদুনাথ দাস মেয়ে পারুল রায় (৪৫) কে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে সুভাষ দাস শ্রীবাস দাসের অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

-রূপসা প্রতিনিধি