বুধবার সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে করোনা মহামারী কালীন লকডাউনের জন্য কর্মহীন, দুস্থ, ক্ষতিগ্রস্থ ৫০০(পাঁচ শতাধিক) পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ত্রান সমগ্রী বিতরন করা হয়। ত্রান বিতরণ অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে খুলনা – ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, করোনা মহামারীতে পার্শবর্তী দেশ ভারত যখন দিশেহারা তখন বাংলাদেশের মানুষ তুলনা মূলক ভাবে ভালো আছে। এ সবই সম্ভব হয়েছে আল্লাহর অশেষ রহমত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের জন্য। এমনকি এই করোনা কালীন সময় অর্থনৈতিক প্রবৃদ্ধিও বৃদ্ধি পেয়েছে। প্রধান অতিথি তার বক্তব্যে জোর দিয়ে আরও বলেন দেশের উন্নয়নের সকল দায়িত্ব সরকারের এবং সরকার তা পালন করছেন। জনগনের দায়িত্ব সচেতন থাকা ও সরকারী নির্দেশনা মানে চলা, আল্লাহর রহমতে বাংলাদেশ দ্রুত করোনা মূক্ত সোনার বাংলাদেশে পরিনত হবে।
ত্রান বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার, খুলনা) মোঃ ইকবাল হোসেন, উপজেলা চেয়ারম্যন শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্য আকরাম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলিমুজ্জামান মিলন, দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিপন কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যন মোঃ আলীরেজা বাচা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবি তনু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জান, উপজেলা সহকারী প্রোগ্রামার সমির বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন গন মাধ্যমের ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিবৃন্দ উপজেলায় আসার পথে উপজেলার চৌরাস্তা মোড়স্হ ৫টি অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। ত্রান বিতারন কার্যক্রম শেষে উপজেলার নির্বাহী কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত বঙ্গবন্ধু কর্নার ও উপজেলা ভূমি অফিসের সৌন্দর্য বর্ধন সম্প্রসারিত ভবন ও সেবা গ্রহনকারী জনগনের বসার জন্য নির্মিত ঘর ও “আমার বাড়ি আমার খামার” প্রকল্পের নব নির্মিত ভবনে এর উদ্ভোদন করেন। খুলনা ফেরার পথে ডিসি মহোদয় দিঘলিস্থ আশ্রয়ন প্রকল্পের অধীন ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণকৃত ঘর পরিদর্শন ও বাসিন্দাদের মাঝে ত্রান বিতরন করেন।
– আসাদ, দিঘলিয়া