‘খালেদা জিয়া আশঙ্কামুক্ত’

3
Spread the love

খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত। করোনায় ভাইরাসের দ্বিতীয় সপ্তাহ পার করে তৃতীয় সপ্তাহে পা দেওয়ায় চিকিৎসকেরা আশাবাদ ব্যক্ত করেন। শনিবার (২৪ এপ্রিল) দিনগত রাত একটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এফ এম সিদ্দিকী এসব কথা বলেন।

এর আগে, এদিন রাত সোয়া ১০ টার দিকে ডা. জাহিদ ডা. মামুন মিলে এফ এম সিদ্দিকী বিএনপি প্রধানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। তারা দীর্ঘসময় পর রাত ১২টা ৫০ মিনিটে বেরিয়ে আসেন। এসে জানান, খালেদা জিয়ার করোনা সংক্রমণের ১৮তম দিন শুরু হয়েছে।

এফ এম সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়া কোভিডজনিত ডেঞ্জার পিরিয়ড পার করেছেন। দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা সাধারণত কোভিড রোগীদের হয়, তার ক্ষেত্রে ঘটেনি। যেসব বিপদের আশঙ্কা থাকে, সেগুলো থেকে তিনি মুক্ত, আশঙ্কামুক্ত। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।’ এসময় সাংবাদিকদের এফ এম সিদ্দিকী জানান, সপ্তাহে খালেদা জিয়ার শারীরিক আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আলাপে ডা. এফ এম সিদ্দিকী জানান, শনিবার কোভিডের দ্বিতীয় টেস্টে পজিটিভ এসেছে। তবে, তিনি জোর দিয়ে বলেন, ‘আগামী পাঁচছয়দিনের মধ্যে বেগম জিয়া করোনা থেকে মুক্ত হবেন।’ বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী অধ্যাপক ডাক্তার জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডাক্তার শাকুর খান, ডাক্তার মোহাম্মদ আল মামুন চেয়ারপার্সনকে দেখেছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা (কারাদ-) হয় খালেদা জিয়ার। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তার ছয় মাসের মুক্তি হয়। পরে ওই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির সময় আরও ছয় মাস বাড়ায় সরকার। বছরের মার্চে তৃতীয়বারের মতো ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়। গত ১১ এপ্রিল করোনা টেস্ট পজিটিভ আসে খালেদা জিয়ার।

ঢাকা অফিস