প্রচন্ড খরতাপে পানির ছিটেফোঁটাও মিলছে না কোথাও। খাল-বিল পুকুর শুকিয়ে গেছে আরও আগে। এর ওপর গত দুসপ্তাহ ধরে চলছে লকডাউন। ফলে খুলনার বাজারে মাছের বাড়তি দাম। একই সঙ্গে সরবরাহ কমে যাওয়ায় সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আকাশচুম্বী হয়ে গেছে। শনিবার (২৪ এপ্রিল) খুলনা মহানগরীর কয়েকটি বাজারে গিয়ে এমনটা জানা যায়।
নগরীর টুটপাড়া জোড়কল বাজারে গিয়ে দেখা যায়, যে ব্যবসায়ী প্রতিদিন নিত্যপণ্য নিয়ে বসেন, তাদের অনেকেই আজ আসেননি। যারা এসেছেন, তাদের কাছে পণ্যও খুব কম। খোঁজ নিয়ে জানা গেল সরবরাহ সমস্যার কারণে বাজারে এই হাল। এই বাজারের মাছ ব্যবসায়ী আব্দুর রহিম, নিয়ামত, অশোক, মিন্টু, আরিফরা জানান- খুলনার মধ্যে টুটপাড়া জোড়কল বাজারটি মাছের জন্য অধিক পরিচিত। বছরের প্রায় সব সময় এই বাজারে মাছ পাওয়া যায়। কিন্তু এ বছর মাছের আকাল পড়েছে। কেজি সাইজের একটি রুই মাছের দাম ২৫০ টাকা চাইছেন ব্যবসায়ীরা। একটু চিংড়ি মাছ হলে রান্না করা যায় অনেক তরকারি। সেই চিংড়ি ৫০০ টাকার নিচে মিলছে না। অন্যান্য মাছও অনেক কম। কাতলা মাছ ওজন ভেদে ১৬০ টাকা থেকে ২৮০ টাকা, কৈ মাছ ১৫০ থেকে ৬০০ টাকা, মাগুর মাছ ৩৫০ থেকে ৬০০ টাকা, তেলাপিয়া মাছ ১০০ থেকে ১৫০ টাকা, পাঙাশ মাছ ১২০ থেকে ২৮০ টাকা, পাবদা মাছ ৩৫০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে খুলনা বাজারে। রোজার আগেই দাম বেড়েছিল বেগুন, পটল, কুশি, পেঁপের দাম, যা এখনো কমেনি।
-স্টাফ রিপোর্টার