সারা খুলনা অঞ্চলের খবরা খবর

3

৩০নং ওয়ার্ড কৃষক লীগ নেতার মায়ের মৃত্যুতে মহানগর কৃষকলীগ নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর ৩০নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম সোহেলের মাতার মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর কৃষকলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর কৃষকলীগের আহবায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি সদস্য সচিব অধ্যা. এবিএম আদেল মুকুল।

সিপিবি’উদ্যোগে কর্মহীন শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

লকডাউনে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা মহানগর কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑদলের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সদর থানা সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, মহানগর সম্পাদকম-লীর সদস্য এস এম চন্দন, সিপিবি নেতা কামরুল ইসলাম খোকন, যুব ইউনিয়ন নেতা জামসিদ হাসান জিকু, রামপ্রসাদ রায়, হরষিৎ ম-ল, মিঠুন ম-ল, মোঃ আশিকুজ্জামান প্রমুখ। সময়ে নেতৃবৃন্দ লকডাউন চলাকালীন কর্মহীন মানুষদের মাঝে সরকার বিত্তবানদের প্রতি খাদ্য অর্থ সহায়তা প্রদানের আহ্বান জানান।

শিরোমণি বিসিকের হ্যামকো ব্যাটারীসহ বিভিন্ন কলকারখানার নোংরা পানি গিলাতলার বসতবাড়িতে এসে পড়ায় এলাকাবাসীর চরম দুর্ভোগ  

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা ইউনিয়নের  নং ওয়ার্ডের গিলাতলা দক্ষিণপাড়ায় ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং চলাচলের রাস্তা নিচু হওয়ায় হালিম খানের মোড় হতে মরহুম হাবিব মাওলানার বাড়ি পর্যন্ত শুকনো মৌসুমে  পানিবন্দি  হয়ে পড়েছে শত শত পরিবার। জাফর খানের বাড়ি সংলগ্ন স্থান হতে  ভৈরব নদী পর্যন্ত ড্রেনটি যুগেরও বেশি সময় ধরে পরিস্কার না করার কারনে শিরোমনি বিসিক  শিল্প এলাকার হ্যামকো ব্যাটারী মবিল কোম্পানীসহ বিভিন্ন কলকারখানার দূষিত পানি নদীতে যেতে না পেরে গ্রামের চলাচলের রাস্তা তলিয়ে বিভিন্ন বসতবাড়িতে ঢুকে পড়েছে, এতে করে এলাকার বসবাড়ীর মানুষের নানা রোগ জিবানু ছড়িয়ে পড়ছে অতিদ্রত ড্রেন পরিস্কার এবং চলাচলের রাস্তা উচু করা না হলে বর্ষা মৌসুমে প্রায় শতাধিক পরিবারকে পানির নিচে বসবাস করতে হবে শুকনো মৌসুমে রাস্তার উপর হাটু পানি জমে থাকে , স্থানীয় বাসিন্দা মোঃ জহুর শেখ বলেন বছরের ১২ মাসই আমাদেরকে দূষিতপানির নিচে থাকতে হয় , বিসিকের বিভ্ন্নি কলকারখানার দূষিতনোংরা পানির গন্ধে বমি চলে আসে, নোংরা পানি গায়ে লেগে অনেকের শরিরে চুলকানি ,পাচড়া সহ চর্ম রোগ দেখা দিয়েছে। অতিদ্রত ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহন না করা হলে অবস্থা ভয়াবহ আকার ধারন করবে। ব্যাপারে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, নং ওয়ার্ড এলাকা বাসির গণসাক্ষরকৃত টি অভিযোগ পেয়েছি, সাধারণ মানুষ যাতে শান্তিতে বসবাস এবং চলাচল করতে পারে  অতিদ্রত সে ব্যাপারে পদক্ষেপ গ্রহন করা হবে।

গিলাতলায় অসহায় মানুষের মধ্যে এস আই হারুনের খাদ্যসামগ্রী বিতরণ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানার শিরোমনি পুলিশ ফাড়ির ইনচার্জ ( গিলাতলা) এস আই গাজী হারুনুর রশিদ করোনার ২য় ধাপে চরম খাদ্যকষ্টে থাকা অসহায় মানুষের মধ্যে নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার সকালে মহসেন শ্রমিক কলোনি, গিলাতলা গাফফার ফুড মোড় , পালপাড়া, বালিরঘাট সহ বিভিন্নস্থানে খাদ্যসামগ্রী ( চাউল, ডাউল, আলু) বিতরণকরেন এর আগে তিনি মাহে রমজানের প্রথম দিনে ব্যক্তিগত অর্থ দিয়ে ইফতার সামগ্রী বিতরন করেন। খাদ্যসামগ্রী বিতরন কালে তিনি বলেন করেনাকালিন সময়ে  খাদ্যকষ্টে থাকা অসহায় মানুষের মাঝে সমার্থ অনুয়ায়ি আমাদের এগিয়ে আসতে হবে খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের ফুলতলা উপজেলা প্রতিনিধি খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির কোষাধক্ষ গাজী মাকুল উদ্দিন

রমজান উপলক্ষে খুলনায় আটাক এর দোয়া মিলাদ মাহফিল

খবর বিজ্ঞপ্তি

পবিত্র মাহে রমজান উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক) এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় অনলাইন প্লাটফর্ম জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

দোয়া পরিচালনা করেন টোয়াবের সিনিয়র সদস্য মনিরুল ইসলাম। দোয়ার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নভো এয়ার-এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাহ উল ইসলাম, টোয়াবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শিবলুল আজম কোরেশী, টোয়াবের ফাইন্যান্স ডাইরেক্টর মোঃ মনিরুজ্জামান মাসুম, ইউএস বাংলা এয়ারলাইন্সের যশোর সেলস অফিসের ইনচার্জ শেখ নাজমুল হোসেন, নভো এয়ার-এর যশোর সেলস অফিসের কর্মকর্তা সৈয়দ রোহান।

উপস্থিত ছিলেন আটাক-এর উপদেষ্টা সৈয়দ শাহীদ হোসেন, সভাপতি মামুন রেজা, সাধারণ সম্পাদক এস এম ওয়াসিম মেহবুব, সহ-সভাপতি শেখ মামুন হোসেন, মাহফুজা আকতার জারা, এস এম মাহফুজুল আলম, ইফতেখার হোসেন লায়লা জহুরা, যুগ্ম সম্পাদক প্রলয় লাহিড়ি, কোষাধ্যক্ষ শাকুর মাহমুদ শোভন, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর ইসলাম রকি মেরাজ হোসেন, প্রচার সম্পাদক বাপী দাস, সদস্য আবদুল বাকী, শাদ খান খাদিজা পারভিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব যশোর (আটাজ) এর সদস্যরা।

দিঘলিয়া উপজেলার সেনহাটিতে পেট্রোল বোমা হামলা

আসাদ, দিঘলিয়া

গত বুধবার দিবাগত রাত আনুমানিক ০২:৩০ ঘটিকার সময়, খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি রেজার রোড আদর্শ গলি নামক স্থানে মোঃ ইব্রাহিম খলিল (৩৩), পিতা- মোঃ জয়নাল আবেদীন এর বাড়িতে অজ্ঞাত নামা ব্যক্তিরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে উক্ত বাড়িতে থাকা একটি মোটরসাইকেল পুড়ে যায় এবং বাড়ির একটি রুম আগুনে ক্ষতিগ্রস্হ হয়েছে। বিষয়ে ইব্রাহিমের পরিবার জানান, অজ্ঞাত সন্ত্রাসী বাহিনীর (৭/৮) জন মিলে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সম্প্রতি সেনহাটী ইউনিয়ন একটা আতংকের জনপদ হিসাবে পরিগনিত হয়েছে। আসন্ন ইউনিয় পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল দুই শিবিরে বিভক্ত হয়ে উভয়ের ঘাড়ে ভর করে এই সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে বলে ধারনা করছেন সচেতন মহল।

ঘটনাটি রাজনৈতিক, নির্বাচন কেন্দ্রীক নাকি ক্ষমতার লড়াই বিষয় জানতে চাইলে দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী বলেন আমরা খবর পাওয়া মাত্র ঘটনা স্থল পরিদর্শন করেছি, তদন্তের পর বিস্তারিত বলা যাবে। দিঘলিয়া থানা ওসি (তদন্ত) রিপন কুমার সরকার জানান ঘটনা স্থল পরিদর্শন আলামত সংগ্রহ করেছি তদন্ত চলছে। এখন প্রর্যন্ত কোনো মামলা হয়নি।

এদিকে একই উপজেলার সুগন্ধী গ্রামের শান্ত (২০) নামে এক যুবককে গতকাল সকালে পিটিয়ে পায়ের হাড়গোড় ভেঙ্গে দেয়। মারাত্মক আহত শান্তকে কে বা কারা ঘটনার পর দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রেখে পালিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর দেখে পরবর্তীতে হাসপাতালে আগত তার আতœীয় স্বজনদের শান্তকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে গুরুতর আহত শান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

ছদকায়ে ফিতর আদায় শেষ দশকের আমল সম্মিলিত ওলামায়ে কেরাম

খবর বিজ্ঞপ্তি

সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয় যে, রমজানের সিয়াম সাধনার পর প্রদত্ত বিশেষ ইবাদতের নাম ছাদকায় ফিতর বা যাকাতুল ফিতর। সিয়াম পালনের মধ্যে যে সব ভুলত্রুটি হয়ে থাকে তার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য ছকতাতুল ফিতর আদায়ের বিধান নবী করীম (সঃ) প্রদান করেছেন। ছদকাতুল ফিতর শরীরের যাকাত। দরিদ্র মুসলিমদের প্রতি সহানুভূতি প্রকাশ, রোজ রাখার কৃতজ্ঞতা স্বরূপ অসহায় দরিদ্র মিসকিনগণ ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্যই ছদকাতুল ফিতর আদায় ওয়াজিব রমজানের রোযা ফরজ হয়। প্রত্যেক মুসলিমের উপর ঈদের নামাজের পূর্বে তার পরিবারের কর্তা ছহেবে নিসাব অর্থাৎ ৭১/ভরি স্বর্ণ বা ৫২১/তোলা রূপা অথবা সমপরিমাণ নগদ অর্থের মালিক হয় তাহলে তার নিজের উপর অধীনস্থ পরিবারের ছোট-বড় সকলের পক্ষ থেকে অর্ধ‘সা’ অর্থাৎ কেজি ৭৫০ গ্রাম (প্রায়) আটা, যবের পরিবর্তে দেশের প্রধান খাদ্য হিসাবে চাল, খেজুর, কিসমিস ব্যক্তির আর্থিক অবস্থানুযায়ী আদায়ের বিধান রয়েছে। কাকে দিবেনÑযার উপর যাকাত ফরয নয় তারাই ছদকায়ে ফিতর পেতে পারেন। কখন দিবেনÑমহানবী (সঃ) ঈদগাহে যাওয়ার পূর্বে ছদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন (সূত্র মুসলিম শরীফ-১৬৩৬)যদি কেহ ঈদের ২/দিন পূর্বে ছদকাতুল ফিতর আদায় করে তবে আদায় হয়ে যাবে (বোখারী শরীফ)কোনো কোনো সকিহবিদগণের মতে এর পূর্বে আদায় করা যাবে। তবে ঈদের নামাজের পরে ছদকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না, তবে নফল ছদকা হিসাবে আদায় হবে। উল্লেখ্য কেহ যদি ঈদের নামাজের পূর্বে ছদকাতুল ফিতরের টাকা বা মাল পৃথক করে কারো জন্য নিয়ত করে আলাদা রেখে দেন, তবে তা কোন দোষণীয় নয়। উপরিউক্ত হাদিসের পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, ছদকায়ে ফিতরের মাল বা মূল্য বাজার দর রমজানের শেষ দিকে হওয়া বাঞ্ছনীয়। আটা বা খেজুরের মূল্য তথা বাজার দর ঈদপূর্ব সময়ে যা হয় সে অনুযায়ী হিসাব করে ছদকাতুল ফিতর আদায় করা কর্তব্য। রমজানের প্রথম দিকে মূল্য নির্ধারণ করে ছদকায়ে ফিতরের টাকা ঘোষণা দেওয়া অযৌক্তিক, কেননা বাজার দর কমবেশী হতে পারে। বিবৃতিদাতারা হলেনÑসংগঠনের সভাপতি মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ্, উপদেষ্টা উপাধ্যক্ষ মুফতী আঃ রাজ্জাক মিঞা, মুহাদ্দিস মাওঃ মনোয়ার হুসাইন মাদানী, সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ শফী উদ্দিন নেছারী, সদস্য সচিব উপাধ্যক্ষ মাওঃ ডি এম নূর ইসলাম, দপ্তর সম্পাদক এস এম মুহিবুল্লাহ্, প্রচার সম্পাদক হাফেজ মাওঃ শাহাদাৎ হোসেন, মাওঃ মাহাদী হাসান কাওছারী, সদস্য মুফতী সিরাজুল ইসলাম বাজাজী, মাওঃ বায়জিদ হুসাইন, মাওঃ আব্দুল কাউয়ুম, মাওঃ গোলজার হুসাইন, মাওঃ মোঃ ওলিউল্লিাহ, মাওঃ আখতারুজ্জামান, মাওঃ মোঃ আবু হানিফ, মাওঃ আজিজুর রহমান সিদ্দিকী, মাওঃ মোঃ মোক্তার হুসাইন, হাফেজ মাওঃ সেলিম রেজা, পুলিশ অফিসার (অবঃ) ক্বারী মুহিবুল্লাহ্, হাফেজ মাওঃ মোস্তফা, মাওঃ মিজানুর রহমান, মাওঃ আঃ লতিফ, মাওঃ খলিলুর রহমান, মাওঃ শাফায়েতুল ইসলাম, হাজী শহিদুল ইসলাম প্রমুখ।

খুলনায় কর্মহীন শিল্পী, কলা-কুশলী কবি-সাহিত্যিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

তথ্য বিবরণী

করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে খুলনা জেলায় দুইশত ৯৭ জন কর্মহীন শিল্পী, কলা-কুশলী কবি-সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৯ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) দুপুরে বয়রা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে কর্মহীন শিল্পী, কলা-কুশলী কবি-সাহিত্যিকদের হাতে অনুদানের চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে অনলাইলে সংযুক্ত ছিলেন খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, করোনা পরিস্থিতিতে সরকার দুস্থ অসহায় মানুষের পাশে আছেন। করোনা মোকাবেলার সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সেক্টরে প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে ৩৮ লাখ মানুষকে আর্থিক সহায়তায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিটি মেয়র করোনাভাইরাস প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে মেয়র প্রত্যেক কর্মহীন শিল্পী, কলা-কুশলী কবি-সাহিত্যিকদের ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠানে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান।

বাগেরহাটে বিশেষ পেশাজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিভিন্ন বিশেষ শ্রেণির পেশাজীবী হিজরা, ঋষি, হরিজন যৌন পল্লীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বাগেরহাট হিজরা পল্লীতে চাল বিতরনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আ.ন.ফয়জুল হক।এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পরবর্তীতে বাগেরহাট শহরের হাড়িখালিস্থ ঋষি পল্লী, লিচুতলাস্থ ডোম পল্লী নাগেরবাজারস্থ যৌন পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিগণ।

বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ফয়জুল হক বলেন, লকডাউনের সময় মানুষ একধরণের আর্থিক সংকটে আছে। তবে সব থেকে বেশি সংকটে রয়েছে বিশেষ পেশাজীবী নিম্ন আয়ের মানুষেরা। তাদের সহযোগিতার জন্য আমরা হিজরা পল্লীতে ৮০ জনকে, ঋষি পল্লীতে ১৫ পরিবার, হরিজন (ডোম) পল্লীতে ১৪ পরিবার এবং যৌন পল্লীর ৪০ পরিবারকে ১৫ কেজি করে চাল প্রদান করেছি। এছাড়া লকডাউনের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে তাও দুই একদিনের মধ্যে বাগেরহাটে পৌছে যাবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাগেরহাটে হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার  (২২ এপ্রিল) ভোরে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি হরিণের মাংসসহ ওই দুই পাচারকারীকে আটক করে শরণখোলা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে আলিরাজ হোসেন (২০) একই গ্রামের ইসমাইল হাওলদারের ছেলে রেজাউল হাওলদার (২২)।আটককৃতদেরপূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুইজন হরিণের মাংস পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছি। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।এঘটনায় শরনখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাশখালীসহ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

রক্তমাখা বাঁশখালীসহ সকল কয়লা বিদ্যুৎ বন্ধ করো, বাংলাদেশ উপকূল রক্ষা করো” এই প্রতিপাদ্য নিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশ^ ধরিত্রি দিবস-২০২১ উপলক্ষে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা শাখার আয়োজনে মোংলা পৌর শহরের গিয়াসউদ্দিন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় শিশুরা প্লাকার্ডে পরিবেশ বান্ধব নানা শ্লোগান লিখে প্রতিবাদী কর্মসুচিতে অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ নূর আলম শেখ, বাপা নেতা মোল্লা আল মামুন, জানে আলম বাবু, শেখ রাসেল প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলকে বাঁচাতে বাঁশখালীসহ সকল কয়লা বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে। বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত পূর্বক সাত শ্রমিক হত্যার বিচার করতে হবে। ধরিত্রীকে বাঁচাতে ফসিল ফুয়েল থেকে এই মুহুর্তেই বিশ্বকে এগিয়ে আসতে হবে। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় উন্নত বিশ্বকে ক্ষতিগ্রস্থ দেশসমুহকে ক্ষতিপূরণ দিতে। প্রাণ-প্রকৃতি সুরক্ষা করে সরকারকে পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা করাসহ নদী-খাল-বিল-জলাশয়-পাহাড়-জঙ্গল দখল করে পরিবেশ বিরোধী এবং সুন্দরবন বিনাশী উন্নয়ন পরিকল্পনা বন্ধের আহবান জানান বক্তারা।

করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়

বাগেরহাট প্রতিনিধি

করোনা পরিস্থিতি নিয়ে বাগেরহাটের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহপতিবার (২২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ফয়জুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাগেরহাটের সিভিল সার্জন কেএম ডা. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ,  বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, দেলোয়ার হোসেন, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, আলী আকবর টুটুল প্রমুখ।মত বিনিময় সভায় বাগেরহাটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জেলার বর্তমান করোনা পরিস্থিতি করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। লকডাউনে বিভিন্ন এনজিও‘ঋণ কার্যক্রম বন্ধ, দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখা সামাজিক দূরত্ব্ নিশ্চিতের উপর গুরুত্ব দেন বক্তারা। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে রমজান উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

সাতক্ষীরায় আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার একটি আম বাগান থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের গডরেকান্দা ফুলতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম জেসমিন আরা (৩২)তিনি সদর উপজেলার কুশখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী গাজীর কন্যা গড়েরকান্দা গ্রামের ওবায়দুলাহর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পার্শ্ববর্তী আম বাগানে একটি গাছের সাথে ঝুলান্ত অবস্থায় জেসমিনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর সদর থানা পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। নিহতের স্বজনরা জানান, গতকাল বিল থেকে কেটে আনা ধান ওঠানো-নামানো নিয়ে তার স্বামীর সাথে কথা কাটাকাটি হয়। এরপর রাতে কোন এক সময় তিনি স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুজ্জামান শামস ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

ত্রাণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। জেলা বাস মিনিবাস শ্রমিকদের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় বাস টার্মিনাল সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সাবেক সভাপতি শেখ মাখছুর রহমান, সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান মনি, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, শ্রমিক নেতা জুলফিকার হোসেন সবুজ, সঞ্জয় দাশ, সনাতন শীল প্রমুখ।

বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত টানা ১৭ দিনের লকডাউনে বাস মিনিবাস বন্ধ থাকার কারণে সাতক্ষীরার হাজার শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহায়তার হাত বাড়াননি। বক্তারা এসময় সাধারণ শ্রমিকদের ত্রাণ সহায়তায় জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

রূপসায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

রূপসা প্রতিনিধি

রূপসায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা গত ২২ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: আনিচুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: সঙ্গিতা চৌধুরী। সময় উপস্থিত ছিলেন ডা: শেখ কামরুল হুদা, ডা: সেহেলিনা জাফরিন, ডা: নাসরিন সুলতানা, ডা: রুখসানা রশীদ, ডা: দীপা পোদ্দার, ডা: পিংকিং শিকদার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল বশির খান, মুক্তিযোদ্ধা আ: সাত্তার, রবিন্দ্র নাথ বিশ্বাস, সন্তোষ চিন্তা পাত্র, হাবিবুর রহমান, আনুষ্ঠান পরিচালনায় স্যানিটারী ইনেসপেক্টর মো. মুক্তার হোসেন।

খুলনায় করোনার ভ্যাকসিন নিয়েছেন চার হাজার ছয়শত ৫৬ জন

তথ্য বিবরণী

খুলনায় বৃহস্পতিবার মোট চার হাজার ছয়শত ৫৬ জন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার চারশত ৩৭ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার দুইশত ১৯ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ পাঁচশত ৪৭ জন, বটিয়াঘাটায় দুইশত ৮৩ জন, দিঘলিয়া দুইশত আট জন, ডুমুরিয়া তিনশত ৬৯ জন, ফুলতলা দুইশত ২৩ জন, কয়রা সাতশত ৫৬ জন, পাইকগাছা চারশত ৬৫ জন, রূপসা দুইশত ৭৩ জন এবং তেরখাদায় ৯৫ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার আটশত ৪২ এবং মহিলা এক হাজার আটশত ১৪ জন।

পর্যন্ত খুলনা জেলায় মোট ৫৭ হাজার ছয়শত ৯৯ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৩৭ হাজার ছয়শত ৯০ এবং মহিলা ২০ হাজার নয় জন।

আজ প্রথম ডোজে মোট পাঁচশত ৩৪ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় একশত আট জন এবং নয়টি উপজেলায় মোট চারশত ২৬ জন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুইশত ৯৮ এবং মহিলা দুইশত ৩৬ জন। এপর্যন্ত মোট এক লাখ ৭৪ হাজার চারশত ৭৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ তিন হাজার তিনশত ১৭ এবং মহিলা ৭১ হাজার একশত ৬০ জন।

খুলনা সিভিল সার্জন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন নসিমন চালক

অভয়নগর (যশোর) প্রতিনিধি-

অভয়নগরে  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিউল সরকার (৪২) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া জুট মিল সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল সরকার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের রশিদ সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টায় খুলনাগামী ধানবোঝাই একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এসময় যশোরগামী একটি ট্রাকের নীচে চাপা পড়েন নসিমন চালক। পরে ট্রাকের চালক আহত নসিমন চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ট্রাকচালক রাজু জানান, ‘নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আমার ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় আমার ট্রাকটি নিয়ন্ত্রণ করার পূর্বেই নসিমন চালক ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান’

উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মাসতুরা মারজানা তৃষা জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা চলাকালে মৃত্যু হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার এএসআই জিন্নাহ আলম বলেন, ‘দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেলে যশোর ট- ১১-৪৫৬০ ট্রাকের চাকায় পিষ্ট হন নসিমন চালক। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।  ট্রাক ক্ষতিগ্রস্ত নসিমনটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক চালকের সহকারী পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে’

বেনাপোল স্থলবন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ

বেনাপোল প্রতিনিধি

ভারতের উত্তর ২৪ পরগনা জেলায় বিধানসভা নির্বাচনের কারনে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের সংগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে সচল রয়েছে পাসপোর্টধারী যাত্রী চলাচল।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহাকুমা অঞ্চলে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচন। উপলক্ষে পেট্রাপোল বন্দরের সঙ্গে বেনাপোল বন্দরের সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের বন্দর ব্যবহাকারীরা জানিয়েছেন। শনিবার থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক নিয়মে চলবে

পেট্রাপোল স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পেট্রাপোল বন্দর বঁনগা থানার মধ্যে পড়েছে। নির্বাচনের মধ্যে বাণিজ্যিক নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীরা পথে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, পশ্চিম বাংলায় নির্বাচনের কারনে আজ ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দর অভ্যন্তরে পণ্য খালাস সচল থাকবে। শনিবার (২৪ এপ্রিল) থেকে স্বাভাবিক নিয়মে আবারো পথে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হবে।

জানা গেছে, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫০০ পন্যবাহি ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। ছাড়া বাংলাদেশি প্রায় দেড়শ ট্রাক পণ্য রফতানি হয় ভারতে। আমদানি পণ্যের মধ্যে গার্মেন্টস, কেমিকেল, তুলা, মাছ, মেশিনারিজ শিশু খাদ্য উলে¬খ্যযোগ্য। রফতানি পণ্যের মধ্যে বেশির ভাগ পাট পাটজাত দ্রব্য।

ঝিনাইদহে ঢিলেঢালা লকডাউন, খুলছে দোকান

ঝিনাইদহ প্রতিনিধি

তৃতীয় দফা লকডাউনের প্রথম দিন ঝিনাইদহে চলছে ঢিলেঢালা ভাবে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সকাল থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে মানুষের চলাচল বেড়েছে। খোলা হচ্ছে দোকান পাট। সড়ক-মহাসড়কের ইজিবাইক, সিএনজি, মাহেন্দ্র, প্রাইভেটকারসহ যানবাহনের সংখ্যা বেড়েছে। আগের মতো মাস্ক পরিধান স্বাস্থ্যবিধি মানতে উদাসিন ছিল মানুষ। সরকারি নির্দেশনা থাকলেও খোলা হচ্ছে দোকান পাট।

সকালে শহরের কেসি কলেজের সামনের জেলা পরিষদ মার্কেটের গিয়ে দেখা যায়। ফরিদুল টেলিকম নামের একটি মোবাইল বিক্রির দোকানে একটি পাল্লা খুলে বেচা-কেনা চলছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এমনকি দোকানি ক্রেতার মুখেও ছিল না মাস্ক।

শহরের নতুন হাটখোলায় গত দিনের তুলনায় বেশি মানুষের উপস্থিতি ছিল। সাপ্তাহিক বাজার হওয়ায় বেড়েছে মানুষের ভীড়। ক্রেতা-বিক্রেতারা গাদাগাদি করে কেনা-বেচা করছেন। এছাড়াও শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুর, পোস্ট অফিস মোড়ে ঔষদের দোকান, নিত্য প্রয়োজনীয়, মুদিদোকানের পাশাপাশি একটি দুটি করে খুলছে অন্যান্য দোকান। একই সাথে হকার বা ভ্রাম্যমাণ ব্যাবসায়ীদেরও সড়কে দেখা গেছে।

ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, সর্বাত্মক লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত হচ্ছে। এছাড়াও যারা জরুরী কাজে বাইরে বের হচ্ছেন তাদের স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা হচ্ছে।

ঝিনাইদহে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চালুর দাবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চালুর দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। বৃহস্পতিবার সকালে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক জরুরী সভায় সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সভায় সংগঠনটির সভাপতি ওয়ালিউর রহমান, কার্যকরী সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আশারাফুজ্জামান খোকন, সহ-সভাপতি অলিয়ার রহমান, আমির ফয়সাল মহব্বত, দপ্তর সম্পাদক চুন্নু বিশ্বাস, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা ডাবলু, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমানসহ সহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সভাপতি ওয়ালিউর রহমান বলেন, চলমান সর্বাত্মক লকডাউনের ৩য় ধাপে এখন সব কিছুই চালু রয়েছে। দোকান পাট খোলা হচ্ছে। ভ্যান, ইজিবাইক, রিক্সা সবই চলছে। রাস্তায় মানুষ বের হচ্ছে। শুধুমাত্র বাসই বন্ধ রয়েছে। বাস বন্ধ থাকার কারণে হাজার হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে কষ্টের মাঝে দিন কাটাচ্ছে। দিন এনে দিন খাওয়া পরিবারগুলোর অবস্থা খুবই শোচনীয়। অবস্থায় সরকারের দেওয়া নির্দেশনা মেনে ৫০ ভাগ যাত্রী নিয়ে গণপরিবহণ চালুর দাবি জানাচ্ছি। একই সাথে পরিবহণ শ্রমিকদের ১০ টাকা কেজি দরে চাউল কেনার সুবিধা দিয়েও সরকারের সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানান।

ঝিনাইদহে লকডাউনে হাজার কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে করোনায় সর্বাত্মাক লকডাউনে কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসনের আয়োজনে চাউল নগদ টাকা বিতরণ করা হয়।

সময় প্রায় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ১০ কেজি চাউল একই সাথে ঝিনাইদহ সদর পৌরসভার পক্ষ থেকে প্রত্যেককে ২’শত টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মজিবর রহমান জানান. চলমান লকডাউনের কারণে ঝিনাইদহের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আজ (বৃহস্পতিবার) প্রথম দফায় হাজার পরিবারকে এই সহযোগিতা করা হলো। এর মধ্যে রয়েছে পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর। আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। করোনাকালে চাল নগদ টাকা পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।

শরণখোলায় হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংস একটি মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক পাচারকারীরা হচ্ছে, উপজেলার বুকুলতলা গ্রামের আলমগীর হাওলাদারের পুত্র আলীরাজ হোসেন (২০) মোঃ ইসমাইল হাওলাদারের পুত্র রেজাউল হাওলাদার (২২)

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের পিলের রাস্তায় আগে থেকে ওৎ পেতে থাকে। রাত ২টার দিকে ওই দুই পাচারকারী বিক্রীর জন্য একটি মোটরসাইকেলে করে হরিণের মাংস নিয়ে যওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এব্যপারে একটি মামলা দায়ের করে মাংস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা হরিণের মাংস শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ভাই তরিকুল ইসলাম তারেকের বলে আটককৃতরা স্বীকারোক্তি দিয়েছে বলে ওসি জানান। মাংসগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে।

লকডাউনে পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবীতে ডিসি (ট্রাফিক) কার্যালয়ের সামনে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রণ্ট, খুলনা জেলা শাখার উদ্যোগে আজ বেলা ১১টায় রিকসা ইজিবাইক চালকদের উপর অমানবিক হয়রাণি বন্ধ, আটককৃত সকল রিকসা ইজিবাইক বিনা জরিমানায় অবিলম্বে ফেরৎ দেয়া এবং লকডাউনে প্রত্যেক চালক পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী নগদ হাজার টাকা ত্রাণ দেয়ার দাবীতে খুলনা মহানগর ডিসি (ট্রাফিক) কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের জেলা সভাপতি শ্রমিকনেতা আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেনÑবাম গণতান্ত্রিক জোট গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, টিইউসি খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা কোষাধ্যক্ষ কোহিনুর আক্তার কণা, রিকসা, ভ্যান ইজিবাইক মালিক সমিতির নেতা আলমগীর হোসেন বাবু, রিকসা, ব্যাটারি রিকসা ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ খুলনা জেলা আহ্বায়ক ইলিয়াস আকন, সদস্য শেখ শহিদ, শহিদুল সিকদার মুনীর, হারুনুর রশীদ, শেখ কবীর, সাইফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, লকডাউনে কর্মহীন খুলনার ৩০ হাজার রিকসা ইজিবাইক চালক তাদের পরিবারবর্গ নিয়ে চরম অমানবিক জীবন-যাপন করছে। ক্ষুধার জ্বালা মিটাতে, বৃদ্ধ পিতামাতার চিকিৎসা ব্যয়, ঋণের কিস্তি বাড়িভাড়ার টাকা পরিশোধ করার তাগিদে করোনা মহামারীতে জীবনের মায়া ত্যাগ করে চালকদের রাস্তায় নামা ছাড়া আর গত্যন্তর নেই। কিন্তু সরকারের তরফ থেকে তাদের কোনো দায়িত্ব না নিয়ে বিপরীতে রিকসা ইজিবাইক আটক করে জরিমানা আদায় করা হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে আটককৃত সকল রিকসা ইজিবাইক বিনা জরিমানায় চালকদেরকে ফেরৎ দেয়া এবং হয়রাণি বন্ধ করার দাবি জানান। নেতৃবৃন্দ আরো বলেন, সরকার কোটি ২৫ লক্ষ শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা এবং ৩৬ লক্ষ পরিবারকে নগদ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। বরাদ্দকৃত সহায়তা যেন লোক দেখানো না হয়, করোনায় কর্মহীন হয়ে অভাবগ্রস্ত প্রকৃত শ্রমজীবী মানুষের হাতে যেন সহায়তা পৌঁছায় দাবী জানিয়ে তারা বলেন, সহায়তা বণ্টনের গত বছরের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি সরকার ৫০ লক্ষ শ্রমজীবী মানুষকে নগদ সহায়তা দেয়ার ঘোষণা দিলেও দলীয় প্রতিনিধিদের দুর্নীতি-স্বজনপ্রীতি আর সংশ্লিষ্ট আমলাদের দায়িত্বহীনতার কারণে বাস্তবায়ন হয়নি। বিভিন্ন সূত্রমতে বর্তমানে নতুন করে ন্যূনতম আরও আড়াই কোটি মানুষ দারিদ্রসীমার নিচে নেমে গেছে। এমতাবস্থায় গত বারের মত ত্রাণ নিয়ে দুর্নীতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। সার্বিক বিবেচনায় সাড়ে কোটি শ্রমজীবী মানুষ তাদের পোষ্য এবং বেকার মিলে ন্যূনতম কোটি মানুষের ত্রাণ সহায়তা প্রয়োজন। আর এজন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার দাবী জানান নেতৃবৃন্দ।

দেবহাটা থানা পুলিশ, জিডির সূত্রধরে মোবাইল ফোন উদ্ধার: মালিকের নিকট হস্তান্তর

কে এম  রেজাউল  করিম  দেবহাটা :

দেবহাটা থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমের পর।  দেবহাটা থানার জিডি নং-৫২৪/২১, তারিখ-১৭/০৪/২০২১ ইং মূলে। একটি ঙহব ঢ়ষঁং ঘড়ৎফ ব্রান্ডের মোবাইল ফোন হারিয়ে যাওয়া সংক্রান্তে থানায় জিডি হইলে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা নেতৃত্বে। হারিয়ে যাওয়া ঙহব ঢ়ষঁং ঘড়ৎফ ব্রান্ডের  মোবাইল ফোনটি থানার চৌকস সেকেন্ড অফিসার  এসআই  নয়ন কুমার চৌধুরী। অত্র দেবহাটা থানা এলাকা হইতে উদ্ধার ইং-২১/০৪/২০২১ তারিখ সন্ধ্যা ০৮.৩০ ঘটিকার সময় মোবাইল ফোন এর মালিক মোঃ সাইদুর রহমান পিতা-মৃত আবু রায়হান,সাং-দক্ষিন পারুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা এর নিকট হস্তান্তর করা হয়।