নিজের দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। সেসব চরিত্রে তিনি দর্শকের কাছে প্রশংসিতও হয়েছেন। এবার ঈদে তারই ধারাবাহিকতায় নতুন একটি চরিত্রে পর্দায় আসছেন তিনি। প্রথমবারের মতো তৃতীয়লিঙ্গের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। ‘ইঁদুর-বিড়াল’- শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে থাকছেন তিনি। এতে আরো অভিনয় করছেন সালাহ্উদ্দিন লাভলু। এটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। এ ছাড়াও তিশাকে ঈদে ‘রাত গভীর হয়’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে।
এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এদিকে প্রায় টানা দুই মাস বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং নিয়ে মুম্বইয়ে ব্যস্ত ছিলেন তিশা। এটি পরিচালনা করছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। তিশা সম্প্রতি মুম্বইতে শুটিং শেষ করে দেশে ফিরেছেন। এমন একটি ছবিতে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি। এই ছবির মধ্য দিয়ে ইতিহাসের অংশ হতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি। বায়োপিক ছাড়াও অভিনেত্রীর হাতে আরো দু’টি ছবি আছে। এগুলো হলো-‘ভালোবাসার প্রীতিলতা’ ও ‘রক্তজবা’। দু’টি ছবিতে এই গ্ল্যামারকন্যা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এদিকে লকডাউনের কারণে আপাতত শুটিং করছেন না তিনি। তবে লকডাউনের পরে করোনা পরিস্থিতির উন্নতি হলে ঈদের কাজ করতে পারেন বলেও জানান তিশা।