সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন

6
Spread the love

সাতক্ষীরা সদর উপজেলার শিবনগরের একটি মৎস্য ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতের কোন এক সময় ঘটনাটি ঘটতে পারে বলে জানা গেছে।

ঘের মালিক সদর উপজেলার শিবনগর গ্রামের রাকিব হাসান রনি জানান, স্থাণীয়দের দেয়া খবরের ভিত্তিতে বুধবার সকালে মৎস্য ঘেরে গিয়ে তিনি দেখতে পান তার ঘেরের রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। এতে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরো জানান, গত ১০ দিন আগে তার মৎস্য ঘের থেকে একটি মটর চুরি হয়ে যায়। ঘটনায় তিনি তার প্রতিবেশী রাজনগর গ্রামের মিন্টু, মনিরুল আজহারুলকে সন্দেহ করেন। তিনি আরো বলেন, পূর্ব শত্রতার জের ধরে তারা কাজটি করতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন। ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে, ব্যাপারে রাজনগর গ্রামের মিন্টু জানান, তারা আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মার ধর করায় আমরাও থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুরহান উদ্দীন জানান, ঘটনায় উভয় পক্ষই থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাতক্ষীরা প্রতিনিধি