মোংলায় পথচারীদের ইফতার দিলেন ওসি

1
Spread the love


মোংলায় থানা পুলিশের  উদ্যোগে ছিন্নমূল অসহায় পথচারীদের ইফতার দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রায় শতাধিক অসহায় রোজাদার ব্যক্তিদের মাঝে এই ইফতার প্রদাণ করেন থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী।

তিনি বলেন, আজ  ৭ রমজানে পৌর শহরের চৌধুরীর মোড় এলাকার ছিন্নমূল ও ভাসমান রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী উপহার দেয়া হয়। ধারাবাহিকভাবে প্রতিদিনই শহরের অসহায়দের মাঝে সাধ্যমত এই ইফতার দেয়া হবে। তবে তার মত সমাজের বিত্তবানদেরও অসহায়দের পাশে দাড়ানোরও অনুরোধ জানান তিনি।

এদিকে ওসির এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভূয়াসী প্রশাংসা করেন স্থানীয়রা। 

মোংলা প্রতিনিধি