চলতি লকডাউনে কর্মহীন ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর বাবুল রহমান। রোববার (১৮ এপ্রিল) বিকেলে মণিরামপুর পৌরসভার কামালপুর আংশিক মোহনপুর নিজ ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
ত্রাণসামগ্রীর প্রতি বস্তায় চার কেজি চাল, এক কেজি মাছ, এক কেজি আটা, আধা কেজি তেল, এক কেজি চিড়া, আধা কেজি মুড়ি, আধা কেজি লবন, এক কেজি আলু, এক কেজি কুমড়া, আধা কেজি ছোলা, আধা কেজি মসুর ডাল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি মরিচ ও ২৫০ গ্রাম ডিটারজেন্ট রয়েছে।
কাউন্সিলরের ত্রাণ পেয়েছেন কামালপুর মাঠপাড়ার রাজমিস্ত্রি ওহিদুল শেখ। তিনি বলেন, করোনায় কাজকাম বন্ধ। চলতি কষ্ট হচ্ছে। কাউন্সিলর যে ত্রাণ দেছেন তাতে কয়দিন চলতি পারবানে। এরআগেও বাবুল ভাই আমার ঘরের চালে টিন লাগায়ে দেছেন। সে ভাল মানুষ।
কাউন্সিলর বাবুল রহমান বলেন, লকডাউনের কারণে লোকজন কর্মহীন হয়ে পড়েছে। বাজারঘাটে উঠতে পারছে না। পুলিশের তাড়া খেতে হচ্ছে। তাদের অবস্থার কথা বিবেচনা করে
দুইলাখ টাকা ব্যয়ে ওয়ার্ডের ২৫০ পরিবারের মাঝে ১৪ রকমের ত্রাণসামগ্রী দিয়েছি।
– মণিরামপুর (যশোর) প্রতিনিধি