সন্ত্রাসী হামলায় নগর ছাত্রদলের নেতা রাশু আহত

3
Spread the love

নগরীতে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে মহানগর ছাত্রদল নেতা রাশিকুল আনাম রাশুকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার নগরীর দৌলতপুর থানার ৪নং ওয়ার্ড হোসেন শাহ রোডে। আহত ছাত্রদল নেতা ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফুল আনামের পুত্র। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে আশংকামুক্ত আছেন।

বিএনপি নেতা শরীফুল আনাম খুলনাঞ্চলকে বলেন, বৃহস্পতিবার দৌলতপুর হোসেন শাহ রোডে একটি ঘটনাকে কেন্দ্র করে  স্থানীয়রা একটি সন্ত্রাসী গ্রুপকে ধাওয়া দিলে তারা একটি মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ওই সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে মোটর বাইক নিতে আসলে স্থানীয় লোকজন আবারো তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয় এবং আজ শুক্রবার স্থানীয়রা ওই মোটর সাইকেলটি দৌলতপুর থানায় জমা দেন। বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে তারাবি নামাজ চলাকালিন ১০/১৫জনের সন্ত্রাসীরা ছাত্রনেতা রাশুকে এলোপাথাড়িভাবে কুপিয়ে মারাত্মক আহত করে এবং রাশুর অফিস ভাঙচুর ও নগদ টাকা লুট করে নেয়। এ রিপোর্ট লেখাকালিন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নুসহ বিএনপি, ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত ছিলেন।

– স্টাফ রিপোর্টার