খালেদা জিয়ার চিকিৎসা বাসায় দেওয়া হয়েছে নতুন ওষুধ

1
Spread the love

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন করোনা আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা তার ভাড়া বাসা ফিরোজাতেই চলবে; সঙ্গে আগের ওষুধের সঙ্গে নতুন একটি ওষুধ যুক্ত করা হয়েছে। পাশাপাশি তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সিটি স্ক্যানের মূল প্রতিবেদন পর্যালোচনা করে খালেদা জিয়ার চিকিৎসক দল গতকাল শুক্রবার সিদ্ধান্ত দেয়।

খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, আমরা গত বৃহস্পতিবার গভীর রাতে ম্যাডামের সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্ট হাতে পেয়েছি। রাতেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান- যিনি ম্যাডামের সবকিছু তদারকি করছেন- তিনিসহ দেশ-বিদেশে ওনার মেডিক্যালে টিমের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পুরো রিপোর্ট পর্যালোচনা করেছি। সবার পরামর্শ নিয়ে আরেক

ওষুধ যুক্ত করা হয়েছে। চিকিৎসায় যেসব ওষুধপত্র আগে দেওয়া হয়েছে তা ঠিক আছে। তিনি জানান, সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্টে মিনিমাম ইনভলমেন্টের কথা বলা হয়েছে। যেটা সাময়িক রিপোর্টে বলা হয়েছিল। আমরা সবাইকে জানাতে চাই, সিটি স্ক্যানের ফাইন্ডিংস, সেটাকে ক্লিনিক্যালি আমরা মনে করতে পারি এটি অত্যন্ত মিনিমাম, নেগলিজিবল। তার চিকিৎসা ফিরোজাতেই চলবে। দেশবাসীর কাছে খালেদা জিয়া দোয়া চেয়েছেন বলে জানান অধ্যাপক জাহিদ।

গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। গুলশানের বাসা থেকে তাকে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ নিরাপত্তায় এভারকেয়ারে নিয়ে পরীক্ষা করিয়ে আবার গুলশানের বাসায় ফিরিয়ে আনা হয়। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর প্রখ্যাত ‘বক্ষব্যাধি মেডিসিন’ বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসক টিমের মাধ্যমে গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু হয়। ‘ফিরোজা’বাসায় বিএনপি চেয়ারপারসন ছাড়াও জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসাও এখানে চলছে।

এদিকে, দলীয় চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দেশে দেশের বাইরে নেতাকর্মীরা দোয়া মাহফিল প্রার্থনা করছে। যুক্তরাষ্ট্র বহির্বিশ্বে বসবাসরত চিকিৎসক, প্রকৌশলী, পেশাজীবী বুদ্ধিজীবীদের সংগঠন ভয়েস অব গ্লোবাল সিটিজেন খালেদা জিয়ার রোগমুক্তি সুস্বাস্থ্য কামনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দোয়া মাহফিল করেছে। এতে অংশ নেন ডা. মুজিবুর রহমান মজুমদার, কামাল সাইদ মোহন, ডা. জামাল উদ্দিন, ড. ইবরুল হাসান চৌধুরী, ড. মোস্তাফিজুর রহমান, ড. জাহিদ দেওয়ান শামীম, ডা. ফায়সাল হাসান, ডা. সাঈদ খালেদ, ডা. খাইরুল বাশার সিদ্দিক, ডা. তারেক জামান, ডা. নিয়াজ মুহাইমেন, ডা. মাহবুবুর রহমান, ডা. জাকির হোসেন, ডা. আশরাফুল হক, হাসান চৌধুরী প্রমুখ।