‘মুভমেন্ট পাস’ যাদের লাগবে না

2
Spread the love

করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার থেকে শুরু হওয়া ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বাইরে কাজ চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। তবে ব্যাংক, শিল্পকারখানা হাসপাতালে কাজ চলছে। জরুরিসেবা খাতগুলোও খোলা রয়েছে। কঠোর বিধিনিষেধের আওতামুক্ত তারা।

কিন্তু সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশের চালু করা ‘মুভমেন্ট পাস’ প্রক্রিয়া থেকে এরইমধ্যে জটিলতা দেখা দিয়েছে। কাদের মুভমেন্ট পাস লাগবে এবং কাদের লাগবে না, নিয়ে ভুল–বোঝাবুঝির ঘটনাও ঘটছে। পুলিশ অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যাদের মুভমেন্ট পাস লাগার কথা না; যারা জরুরিসেবার আওতায়।

এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সদরদপ্তর জানিয়েছে বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি কারা প্রতিষ্ঠান কোনগুলো। তাদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।

যাদের মুভমেন্ট পাস লাগবে না

১. ডাক্তার

২. নার্স

৩. মেডিকেল স্টাফ

৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ

৫. ব্যাংকার

৬. ব্যাংকের অন্যান্য স্টাফ

৭. সাংবাদিক

৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান

৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী

১০. বেসরকারি নিরাপত্তাকর্মী

১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী

১২. অফিসগামী সরকারি কর্মকর্তা

১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা

১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

১৫. ফায়ার সার্ভিস

১৬. ডাকসেবা

১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা

১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, তাদের বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

-ঢাকা অফিস