অবশেষে পাইকগাছা পৌর সদরের মধুমিতা পার্কের মিষ্টি পুকুরের খনন কাজ শুরু করা হয়েছে। সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু’র ও জেলা পরিষদের অর্থায়নে এ খনন কাজ শুরু করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে খনন কাজের শুভ উদ্বোধন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, কাউন্সিলর ইমরান সরদার, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম,
গৌতম রায়, শওকত হাওলাদার, ছাত্রলীগ নেতা পার্থপ্রতীম চক্রবর্তী, টিএম নাহিদুজ্জামান নাহিদ, রায়হান পারভেজ রনি, সালাউদ্দীন কাদের, রাশেদুজ্জামান রাসেল, শাহীদ শাহ বাদশা ও অহিদুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, জেলা পরিষদের অত্র পুকুরটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলতি শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। ফলে পানির অভাবে অত্র এলাকার হাজার হাজার মানুষের চরম দুর্ভোগে পড়তে হয়। শেষমেষ খুলনা জেলা পরিষদ ও স্থানীয় সংসদ সদস্যের অর্থায়নে খনন কাজ শুরু করায় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
-খবর বিজ্ঞপ্তি